উত্তরবঙ্গে নতুন ফায়ার স্টেশন

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:রাজ্য সরকার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নতুন ফায়ার স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করছে। দমকল মন্ত্রী সুজিত বসু সম্প্রতি জানালেন, শীঘ্রই দার্জিলিংয়ের সুখিয়াপোখড়ি, কালিম্পঙের গরুবাথান, জলপাইগুড়ির বানারহাটসহ বেশ কিছু জায়গায় নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এ ছাড়া, ফায়ার স্টেশনগুলিতে আরও আধুনিক দমকল ইঞ্জিন আনার পরিকল্পনাও চলছে।

বড়দিনের আগে সুখবর! আবাস যোজনার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার

উদ্বোধন শীঘ্রই করা হবে


উত্তরবঙ্গে বর্তমানে ৪০টি ফায়ার স্টেশন রয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন ৭৫টি দমকল ইঞ্জিন তৈরি করার প্রক্রিয়া চলছে। এই নতুন ইঞ্জিনগুলির জল ধারণ ক্ষমতা হবে ২,৫০০ লিটার, ৫,০০০ লিটার এবং ১৪,০০০ লিটার। আগামী কিছু মাসের মধ্যে এই দমকল ইঞ্জিনগুলি তৈরি হয়ে বিভিন্ন ফায়ার স্টেশনে পাঠানো হবে। এর ফলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে।এছাড়াও, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি নতুন ফায়ার স্টেশন তৈরি হচ্ছে, যেটির উদ্বোধন শীঘ্রই করা হবে। রাজ্যের ১৪০টি ফায়ার স্টেশনে নতুন দমকল গাড়ি পাঠানো হবে। মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য সারা রাজ্যে সমান গুরুত্ব দিয়ে দমকল ব্যবস্থা উন্নত করা, এবং পাহাড় ও সমতলের প্রতিটি অঞ্চলে উন্নত দমকল কেন্দ্র তৈরি করা।

উত্তর ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যুঃ সুইসাইড নোটের সূত্রে গ্রেফতার এক মহিলা

এছাড়া, ফায়ার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যবসায়ীরা এখন থেকে কলকাতায় না গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। জমির পরিমাণ ৫ হাজার স্কয়ার ফুটের মধ্যে হলে, ব্যবসায়ী সেল্ফ ডিক্লেয়ারেশন দিয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে যদি পরবর্তীতে কোনো ভুল তথ্য প্রকাশ্যে আসে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর