ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি এই অত্যাধুনিক সেতুর নির্মাণের অনুমোদন দিয়েছে। পুরনো সেতুটি যেমন দোতলা, তেমনই নতুন সেতুও সড়ক ও রেলপথে সুবিধা প্রদান করবে।বারাণসীতে ১৩৬ বছরের পুরনো মালব্য সেতুর পাশেই নির্মিত হচ্ছে একটি নতুন ডবল ডেকার সেতু। তবে নতুন সেতুটি হবে আরও বৃহৎ ও আধুনিক, যা উত্তরপ্রদেশের পাশাপাশি রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
১১ হাজার হিরে দিয়ে রতন টাটার অবয়ব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
কত টাকা বরাদ্দ হয়েছে
যেখানে মোট চার জোড়া রেল লাইন স্থাপন করা হবে। নতুন সেতুর প্রথম তলে থাকবে রেলপথ, দ্বিতীয় বা উপরের তলে থাকবে ছয় লেনের সড়কপথ। কেন্দ্রীয় সরকার এই সেতুর নির্মাণের জন্য ২৬৪২ কোটি টাকা বরাদ্দ করেছে।আগামী চার বছরের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে।গত বছরের জুন মাসে প্রথমবার বারাণসীর নতুন ডবল ডেকার সেতুর প্রকল্পটি সামনে আসে। তখন জানা গিয়েছিল যে, নতুন সেতুর পাশাপাশি গঙ্গা তীরবর্তী কাশি রেল স্টেশনও পুনঃনির্মাণ করা হবে।
করোনার পর এবারের পুজোর ভিড় ফিরিয়ে দিল ব্যবসার প্রাণ
এছাড়া, সেতুর নির্মাণের জন্য রেল জমিতে থাকা অবৈধ অধিগ্রহণ উচ্ছেদ করা হয়েছে। পূর্বে নতুন সেতুর নির্মাণ খরচ ১৬০০ কোটি টাকা বলে জানা গিয়েছিল, কিন্তু বর্তমানে বরাদ্দ বেড়ে ২৬৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।