ব্যুরো নিউজ, ২৮ জুন: NEET ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার আগের রাতে মোটা টাকার বিনিময়ে পেপার বিক্রির অভিযোগে উত্তাল হয়েছে গোটা দেশ। আর এবার NEET বাতিলের দাবিতে উত্তাল হল সংসদ। রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষেই তুমুল উত্তেজনা। মুলতুবি করা হল লোকসভা।
সত্তরোর্ধ্বদের জন্য সুখবর দিলেন মোদী! মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই NEET ইস্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। পেপার লিক বন্ধ করার দাবিতে স্লোগানও দেওয়া হয়। একইসঙ্গে কেরল ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও নিট বাতিলের দাবি তোলেন। এই অবস্থায় বিরোধীদের হই-হট্টগোলে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা।
এদিকে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং NEET ইস্যু নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি করেন। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বিষয়ে শান্তভাবে আলোচনা করার কথা বলেন। শাসক ও বিরোধী সাংসদদের একযোগে দেশের পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেওয়া উচিত বলেই মনে করেন তিনি।এই প্রসঙ্গে কেন্দ্র নিট ইস্যু নিয়ে আলোচনায় রাজি বলে জানানো হয়। তবে বিরোধীরা এই বিষয়ে আলাদাভাবেই আলোচনা করতে চায় বলেই জানিয়েছে।
এদিন অধিবেশনে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার দাবিতে লোকসভা মুলতুবি করার প্রস্তাব পেশ করেন। আগামী ১ জুলাই পর্যন্ত মুলতুবি করা হয় লোকসভা।
এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ২২টি নোটিস পেয়েছেন বলে জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনকি নিট নিয়ে স্বচ্ছ তদন্ত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি, সেকথাও জানিয়েছেন তিনি।