নীরজ চোপড়ার আচমকা বিয়েঃ কীভাবে জানলেন অনুরাগীরা?

ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া সম্প্রতি সবাইকে চমকে দিয়ে একেবারে গোপনে বিয়ে করেছেন। তিনি হিমানী মোরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন, এবং তাঁর এই বিয়ে ছিল পুরোপুরি ব্যক্তিগত। তাঁর বিয়ে নিয়ে কোন খবর বা রটনা ছড়ানোর আগেই, নীরজ ও হিমানী তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, এবং সে সম্পর্কে জানানোও হয়নি তার আগে।নীরজ ও হিমানীর বিয়ে হয়েছে হিমাচল প্রদেশের সোলানের একটি রিসোর্টে, যেখানে শুধু পরিবারের কাছের লোকজনই উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বিরুদ্ধে সীমান্ত পিলার পুনর্নির্মাণে অসহযোগিতার অভিযোগ

কি জানালেন কাকা?

নীরজ সবসময়ই তাঁর ব্যক্তিগত জীবনকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তার বিয়েও ছিল সেই একই নিয়মের মধ্যে, যেখানে তাঁর খুব কাছের বন্ধুরাও জানতেন না।নীরজের কাকা সুরেন্দ্র জানালেন, নীরজ এবং হিমানীর পরিচয় হয়েছিল আমেরিকায়, যেখানে হিমানী স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। দুই পরিবারই তাদের সম্পর্কের বিষয়ে সম্মতি জানায়, এবং প্রায় দুই মাস আগে তাদের বিয়ে চূড়ান্ত হয়েছিল।নীরজের বিয়েতে কোনো পণের প্রথা ছিল না, তবে কনের পরিবার থেকে এক টাকা একটি সৌভাগ্যের প্রতীক হিসেবে নিয়েছেন তিনি। সিমলায় ১৪-১৬ জানুয়ারি তিন দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলেছে, যেখানে বিয়ের পুরোহিতও নীরজকে আগে জানতেন না। বিয়ের আগে, হিমানী নীরজের গ্রামে গিয়ে ১৪ ঘণ্টা কাটান, এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশ নেন।

শুক্রের মীন রাশিতে প্রবেশঃ জানুন কোন কোন রাশির জন্য আসছে পরিবর্তন ?

বিশেষ করে নীরজের পোষ্য কুকুর টোকিয়োও উপস্থিত ছিল বিয়েতে, যেটি সোনা জেতার পর নীরজকে উপহার দিয়েছিলেন সোনাজয়ী অভিনব বিন্দ্রা।নীরজের বিয়েতে গোপনীয়তা বজায় রাখতে অতিথিদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পায়। নীরজ তার সূচির মাঝে এই সময়টি বিয়ের জন্য রেখেছিলেন, কারণ আগামী বছর ২০২৮ অলিম্পিক্সের আগে তাঁর সময়সূচী অত্যন্ত ব্যস্ত থাকবে। দুই পরিবারই আর দুটি বছর অপেক্ষা করতে চায়নি, তাই বিয়েটা এই সময়েই সম্পন্ন হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর