ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া একেবারে চুপিসারে বিয়ে সেরে ফেললেন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্টে নীরজ নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর দিয়েছেন। তিনি লিখেছেন, “নিজের পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের একসূত্রে গেঁথে দেওয়ার জন্য প্রত্যেকটা আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসায় আবদ্ধ। চিরকালের সঙ্গে বন্ধনে যুক্ত হলাম। নীরজ লাভ হিমানি (মোর)।” এই পোস্টে নীরজ একটি লাভ ইমোজি যোগ করেছেন, যা তার অনুভূতির প্রতিফলন।
বউভাতের অনুষ্ঠান
নীরজ চোপড়ার এই বিয়ে নিয়ে নেটিজেনরা বিশেষভাবে প্রশংসা করেছেন, কারণ তিনি একেবারে চুপিসারে বিয়ে করেছেন। এই বিশেষ মুহূর্তটিকে ব্যক্তিগত রাখার উদাহরণ স্বরূপ দেখছেন অনেকেই। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “যতক্ষণ না চিরকালের বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণ সম্পর্কের কথা ব্যক্তিগত রাখা উচিত। নীরজ এবং হিমানিকে শুভেচ্ছা।” আরেকজন বলেন, “বরবেশে দুর্দান্ত লাগছে নীরজ চোপড়াকে। জীবনের নতুন অধ্যায় ভালোবাসা এবং আনন্দে ভরে উঠুক, এই কামনা করি। অভিনন্দন চ্যাম্পিয়ন।”নীরজের বিয়ে নিয়ে আরও এক তথ্য সামনে এসেছে। জানা গেছে যে, তিনি এবং তাঁর স্ত্রী হিমানি মোর দু’দিন আগে বিয়ে করেছেন এবং ইতিমধ্যে মধুচন্দ্রিমায় চলে গেছেন। যদিও ভারতে বিয়ে হলেও তারা হানিমুনের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন। নীরজের কাকা ভীম জানিয়েছেন, একটি বড় বউভাতের অনুষ্ঠান আয়োজন করা হবে, তবে কবে তা হবে, তা এখনও জানা যায়নি।
‘আমি ইউক্রেনের যুদ্ধ শেষ করে দেব’ ডোনাল্ড ট্রাম্পের বড় প্রতিশ্রুতি
নীরজের স্ত্রী হিমানি মোর সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। তিনি একজন প্রাক্তন টেনিস খেলোয়াড়, এবং অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (এআইটিএ) অনুযায়ী, তার সেরা জাতীয় র্যাঙ্কিং ছিল ৪২। বর্তমানে তিনি আমেরিকার ম্যাককরম্যাক আইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ‘সায়েন্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিষয়ে পড়াশোনা করছেন।নীরজ এবং হিমানির নতুন জীবন শুরু করার এ বিশেষ মুহূর্তটি সবার মন জিতে নিয়েছে। নীরজের ভক্তরা তাঁদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছেন, আর তারাও আশা করছেন এই নবদম্পতির জীবন সুখী ও সফল হবে।