জাতীয় গেমসে বাংলার সাঁতার দলে নতুন বিতর্ক

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: জাতীয় গেমসে সাঁতার নিয়ে আবারও বিতর্কে জড়াল বাংলা। সাঁতারের এক ইভেন্টে দুটি সোনা জয়ী সৌবৃতি মণ্ডল যখন মহিলা রিলে রেসে অংশ নিতে যাচ্ছিলেন, তখনই সঙ্গী প্রতিযোগী স্বস্তিকা দাসের সঙ্গে ঝামেলায় পড়ে দলকে বাতিল করে দেয় আয়োজকরা। কল রুমে সৌবৃতির সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে স্বস্তিকার বিরুদ্ধে। তবে সাঁতার সংস্থার কর্তা রামানুজ মুখোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন।

সঞ্জীব গোয়েন্‌কার বড় সাফল্যঃ ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ লিগে ৪৯% মালিকানা কিনলেন

দলের শেষে নামানো হয়নি

সৌবৃতির অভিযোগ, রিলে দলে নাম দেওয়ার সময় তাঁর নাম প্রথমে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তাঁর ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁকে দলের শেষে নামানো হয়নি। এরপর কল রুমে গিয়ে স্বস্তিকা তাঁর সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন, এবং সৌবৃতিকে দিল্লিতে প্রশিক্ষণ নেওয়া, পদক জয়ী হওয়ার জন্য অহংকারী বলে অভিযোগ করেন। সৌবৃতি জানান, “একটি ১৪ বছরের মেয়ে, যে আমার থেকে ন’বছর ছোট, সে আমাকে অপমান করেছিল, যা সহ্য করা খুব কঠিন ছিল।” এমনকি তিনি অভিযোগ করেন, স্বস্তিকা তাঁর মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছে এবং তাঁর মায়ের দিকে আঙুল তুলে কথা বলেছে।

এদিকে, ঘটনার সময় আয়োজকরা সাঁতার দলের সবাইকে কল রুম থেকে বেরিয়ে যেতে বলেন এবং বাংলা দলের রিলে ইভেন্ট থেকে নাম বাদ দিয়ে দেন। যদিও রামানুজ মুখোপাধ্যায় এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এবং বলেন, “এটা কোনো ঘটনা নয়, স্রেফ কৌশলগত কারণে রিলে দল নামানো হয়নি।” তিনি আরও বলেন, “এ বছর বাংলা সাঁতারে পদক পেলে নানা কথাবার্তা ছড়ানো শুরু হয়েছে।”

দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট বিক্রি শুরুঃ ভারতীয়দের জন্য সুখবর

তবে সৌবৃতি জানিয়েছেন, তিনি ভবিষ্যতে বাংলা দলের হয়ে খেলতে পারেন না। তিনি বলেন, “বাংলার হয়ে গত আট বছর ধরে খেলেছি, প্রচুর পদক জিতেছি, কিন্তু কোনো ধন্যবাদ বা সংবর্ধনা পাইনি। বাংলার মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা চাওয়ার অধিকার আমার আছে।”বাংলার শেফ দ্য মিশন, বিশ্বরূপ দে, এই বিষয় নিয়ে কোনো বিতর্ক দেখতে চাননি। তিনি জানিয়েছেন, “কৌশলগত কারণে দল নামানো হয়নি, এটা নিয়ে বিতর্কের কিছু নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর