ব্যুরো নিউজ,২১ নভেম্বর:শুক্রবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ।নতুন করে গড়ে তোলা অপ্টাস স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। ভারতের পেসার বুমরার সঙ্গে স্পিনার অশ্বিন ও জাদেজার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।তবে অস্ট্রেলিয়ান স্পিনার নাথন লায়ন পাল্টা শান দিচ্ছেন তার বোলিংয়ে। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে সহজে ভারতকে জয়ের মুখ দেখতে দেবে না অস্ট্রেলিয়া। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।ভারতের স্কোয়াডে যশস্বী জয়সওাল এর সঙ্গে নতুন ওপেনার নামবেন। সেই সঙ্গে সুযোগ পাবেন সম্ভবত দেবদত্ত পাদিক্কাল, নিতিস রেড্ড্ সরফরাজ খান প্রসিধ কৃষ্ণ, আকাশদীপ ও হর্ষিত রানা।তবে বাংলার আকাশদীপের সম্ভাবনা অনেকটাই কম। একইভাবে ২২ বছরের পেসার হর্ষিত রানাও প্রথম টেস্টেনাও থাকতে পারেন। আঙুলে চোট পাওয়ায় শুভমন গিল প্রথম টেস্টে মাঠের বাইরেই থাকবেন। তাছাড়া প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা থাকছেন না প্রথম টেস্টে আর সেই জন্যই ব্যাটসম্যান হিসেবে সারফারাজ খান ও দেবদত্ত কাল সুযোগ পাচ্ছেন।
মাইথন ড্যামে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
ছাপ ফেলতে পারেন ভারতের নবাগত ব্যাটারা
যদি পারফরম্যান্স দেখাতে পারেন তবে ভারতীয় টিমে ব্যাটসম্যান হিসেবে তাদের নাম অনেকটাই পাকাপোক্ত হয়ে যাবে এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। একইসঙ্গে টানা রানের খরা যাচ্ছে বিরাট কোহলির ব্যাটে ফলে এবার তাকেও পারফর্ম করে দেখাতে হবে।২৩ বছরের ধ্রুব জুয়েল বাটার এবং কিপার হিসেবে তিন টেস্ট খেলেছেন। রান করেছেন ১৯০। গড় ৬৩.৩৩। ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে পার্থে টেস্টে খেলতে পারেন ধ্রুব। এছাড়া ২৭ বছরের মারকুটে সারফরাজ ছটি টেস্ট খেলেছেন । রান করেছেন ৩৭১ তার গড় ৩৭ দশমিক ১০। একটি সেঞ্চুরিও রয়েছে। তিনিও ৬ নম্বরে নামার জন্য দৌড়ে রয়েছেন। তবে নীতিশের এখনো টেস্ট অভিষেক হয়নি।প্রসিধ কৃষ্ণ দুটি টেস্ট খেলেছেন। দুটি উইকেটও নিয়েছেন। তার তার ব্যাটিংগড় ৬৫। দুটি বেসরকারি টেস্টে খেলেছেন প্রসিধ। নিয়েছেন ১০ উইকেট তাই তার নামও শোনা যাচ্ছে।
রাজ্যজুড়ে অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০, উদ্ধার বিপুল মাদক
তবে অস্ট্রেলিয়ার মাঠে পূর্ণ শক্তি নিয়ে নামছে অজিরা। অস্ট্রেলিয়ার পেশার দের সঙ্গে নাথন লায়ন ব্রেক দিতে পারেন ভারতীয় ব্যাটসম্যানদের আর উইকেট সাহায্য করলে লায়নকে পূর্ণ সময়ে বোলিং করাবার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা, ল্যাজে গোবরে হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড স্পিনারদের খেলতে গিয়ে। তাই নাথন লায়ন ব্যাক দেবে এমনটাই মনে করছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা।অপরদিকে ভারতের প্রাক্তন কিপার ঋদ্ধিমান সাহা দরাজ সার্টিফিকেট দিয়েছেন নিতিস রেড্ডি, সারফারাজ খান ও ধ্রুব জুরেলকে। তার মতে অস্ট্রেলিয়ার মাঠে বল যতক্ষণ ঝকঝকে থাকে ততক্ষণ বোলাররা যথেষ্ট অ্যাডভান্টেজ পেয়ে থাকে তাই ভারতীয় ব্যাটসম্যানদের প্রথম ২২- ২৩ ওভার সাবধানে খেলতে হবে। এরপর উইকেটে সেট হয়ে গেলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মারলে টিম বড় রানের মুখ দেখতে পারে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন পেসার বুমরা। ঋদ্ধির ধারণা বুমরা যথেষ্ট অভিজ্ঞ তাই নিজের সর্বস্ব উজার করে দেবেন অস্ট্রেলিয়ার মাঠে।