ব্যুরো নিউজ ৩ অক্টোবর : নরসিংদীর বিভিন্ন সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভে নেমেছেন চালকেরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় অবরোধ করে তিন ঘণ্টা ধরে তারা আন্দোলন করছেন।
চশমা ছাড়াই পড়াশুনো করুন: বাজারে আসছে নতুন আই ড্রপ!
গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার তিন শতাধিক রেন্ট–এ–কার ব্যবসায়ী ও মাইক্রোবাস চালক। এই অবস্থার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।বিক্ষোভকারীদের অভিযোগ, সিএনজি স্টেশন মালিকদের যোগসাজশে অবৈধভাবে কনটেইনার ও কাভার্ড ভ্যানের মাধ্যমে প্রচুর সিলিন্ডার ভর্তি গ্যাস বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করা হচ্ছে। এতে গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং মহাসড়কে চলাচলকারী প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও তা পাচ্ছে না।একাধিক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা প্রতিদিন এক-দুই হাজার টাকার গ্যাস সংগ্রহ করেন, কিন্তু শিল্প মালিকেরা কনটেইনার ভর্তি সিলিন্ডারে দু-তিন লাখ টাকার গ্যাস নেন।
ডায়াবেটিসের বিরুদ্ধে নতুন ভ্যাকসিন, বাঙালি বিজ্ঞানীর বিপ্লবী আবিষ্কার!
এই কারণে সন্ধ্যার পর জরুরি প্রয়োজনে গ্যাস নিতে গেলে বলা হয়, গ্যাস ফুরিয়ে গেছে।বেলা পৌনে ২টার দিকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম বলেন, “নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিন ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। জেলা প্রশাসকের আশ্বাস পেলে তাঁরা মহাসড়ক ছাড়বেন।” এছাড়া, ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।