ব্যুরো নিউজ, ২৮ মে : হাতে আর বাকি একদফা নির্বাচন। ১ জুন সপ্তম দফার নির্বাচন হলেই এবারের মতো লোকসভা নির্বাচনের সমাপ্তি ঘটবে। আর তার আগে আজ মঙ্গলবার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা রোড শো। শেষ দফা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে কোনরকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। আর সেই কারণেই আজ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী।
বাম কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
‘এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে’
এদিন উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনায় প্রচার সারবেন নরেন্দ্র মোদী। এরপর বিকেল পাঁচটা নাগাদ বাগবাজারে সারদা মায়ের বাড়ি যাবেন মোদী। কয়েকজন মহারাজের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর। সারদা মায়ের বাড়িতে ৪০ মিনিট থেকে সেখান থেকে বেরিয়ে অংশ নেবেন রোড শোয়ে। সন্ধেয় শিমলা স্ট্রিটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো। মোদীর রোড শোকে অন্য মাত্রা দিতে ঢাক ও আদিবাসী নৃত্যের ব্যবস্থা থাকবে। সঙ্গে বাংলার বেশ কিছু সংস্কৃতি কেও তুলে ধরা হবে।
অন্যদিকে সপ্তম দফা নির্বাচনের আগে ফের আরো একবার দুর্নীতি ইস্যুতে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল সরকার বারবার অভিযোগ করেছে, ‘দেশে এজেন্সি রাজ চালাচ্ছে মোদী সরকার’। এদিন এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে বলেন বলেন, ‘আগে দুর্নীতি হলে রাঘববোয়ালরা বেঁচে যেত, চুনোপুঁটি ধরা পড়ত। এখন দুর্নীতি নিয়ে সরকারের জিরো টলারেন্স। কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এখন দুর্নীতির রাঘববোয়ালরা জালে পড়ছে’। সপ্তম দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


















