ব্যুরো নিউজ, ১০ জুন : ৯ জন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু মোদীর। রবিবার তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭২ জন নব নির্বাচিত সাংসদ। সূত্রের খবর প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন নরেন্দ্র মোদী।
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা

২ কোটি বাড়িকে আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হতে পারে
উল্লেখ্য ৭২ জন মন্ত্রী শপথ নিলেও কে কোন মন্ত্রকে দায়িত্ব পাবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত রবিবার তৃতীয়বার মন্ত্রিসভায় শপথ নেন নির্মলা সীতারমণও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এছাড়াও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনওয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্নাটকের এইচ ডি কুমারস্বামী- সহ ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন মোদীর নতুন মন্ত্রিসভায়।
সূত্রের খবর সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকে ২ কোটি বাড়িকে প্রধানমন্ত্রীর আবাস যোজনা আওতার তালিকায় আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্র মারফত আরো খবর পাওয়া যাচ্ছে আবাস যোজনায় আর্থিক সাহায্য আরো ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত চলতি বছরে অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আরো অন্তত দু’ কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার তার সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।