ব্যুরো নিউজ, ১০ জুন : কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধ্যুলিসাৎ হয়ে যায় আস্ত একটি মাটির বাড়ি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চার-পাঁচটি বাড়ি। এই ঘটনায় হতাহত না হলেও গুরুতর যখন হয়েছে একজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতের এই ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোলাঘাটের পায়াগ গ্রামে।
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
কোলাঘাট উস্কে দিল এগরার স্মৃতি
সূত্রের খবর, রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাটের পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়ি থেকে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আওয়াজের শব্দে এলাকাবাসীর আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখেন ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কর্মীদের। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়িটির একাংশ ভেঙে গিয়েছে। দীর্ঘদিন ধরে ওখানে অবৈধ বাজি কারখানা থাকলেও পুলিশের তরফে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের খাদিকুলে গত বছর মে মাসে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেই সময় বিস্ফোরণের জেরে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ সহ ১২ জনের মৃত্যু হয়। তারপরেও কীভাবে বেআইনি বাজি কারখানা চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন।