ব্যুরো নিউজ, ৮ মে: ভারতরত্নে সম্মানিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও। দীর্ঘ অপেক্ষার পর প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে দেওয়া হল ভারতরত্ন। এরপরেই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙে দেখা করেন পিভি নরসিমহা রাওয়ের পরিবার।
অষ্টম শ্রেণী পাস করলেই মিলবে চাকরি! ব্যাঙ্কের এই পদে আজই আবেদন করুন, জানুন বিস্তারিত…
নির্বাচনী প্রচারে তেলঙ্গানায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সুবাদেই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙে দেখা করতে রাজভবনে আসেন নরসিমহা রাওয়ের ছেলে, কন্যা, জামাতা, নাতি-সহ গোটা পরিবার। নরসিমহা রাওকে ভারতরত্নে সম্মানিত করার জন্য় মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
హైదరాబాద్ చేరుకున్నాక మన మాజీ ప్రధాని, పండితుడు, రాజకీయ దురంధరుడు, శ్రీ పి వి నరసింహా రావు గారి కుటుంబ సభ్యులతో సమావేశం అద్భుతంగా జరిగింది. శ్రీ నరసింహా రావు గారికి భారత రత్న ప్రకటించినందుకు గాను వారు భారత ప్రభుత్వానికి కృతజ్ఞతలు తెలియ జేశారు . మా సమావేశం లో అనేక విషయాలను… pic.twitter.com/ChIPW5ri9w
— Narendra Modi (@narendramodi) May 7, 2024
এরপরই নরসিমহা রাওয়ের পরিবারের সঙে ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, হায়দরাবাদ পৌঁছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-এর পরিবারের সঙ্গে সাক্ষাত হল। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মান দেওয়ার জন্য তাঁরা ভারত সরকারকে ধন্য়বাদ জানিয়েছেন। এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিগত কয়েক বছরে ভারতের অগ্রগতিতে আনন্দ প্রকাশ করেছেন নরসিমহা রাওয়ের পরিবার। পাশাপাশি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও আলোচনা হয়েছে।