ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : চন্দননগরের কুণ্ডুঘাট এলাকায় ৬ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। বুধবার দুপুরে বাড়িতে একা ছিল শিশুটি। কার্টুন দেখে খাচ্ছিল এবং শুয়ে ছিল। কিন্তু বিকালে তার দিদি বাড়ি ফিরে তাকে মৃত অবস্থায় পায়। তার শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিল, যা দেখে মনে হয় শিশুটি ঘুমাচ্ছিল। তবে হাত দিয়ে স্পর্শ করতেই বোঝা যায় শিশুটির শরীর পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেছে। দ্রুত তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মায়ের দাবি ছেলে অসুখে আক্রান্ত ছিল না
শিশুর মা তনুশ্রী জানান দুপুরে তিনি বাইরে গিয়েছিলেন এবং ছেলে নিখিলকে বাড়িতে একা রেখে গিয়েছিলেন। সকালে নিখিল ভালোই ছিল কিন্তু বিকালে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান দিদি। এরপর দ্রুত খবর দেওয়া হয় বাবা নবকুমার বিশ্বাসকে তবে তার আগেই নিখিলের মৃত্যু ঘটে। এই ঘটনায় চন্দননগরে শোকের ছায়া নেমে এসেছে।নিহত শিশুটির বাবা নবকুমার বিশ্বাস জানান ছেলের শরীর কোনো অসুখে আক্রান্ত ছিল না তবে কিছুদিন ধরেই সে চুপচাপ ছিল। তারা ভাবছিলেন কলকাতায় চিকিৎসক দেখাতে নিয়ে যাবেন। তবে বাড়ির আলমারিতে চাবি ঝুলছে এবং গয়না নগদ কিছুই নেই যা দেখে তারা সন্দেহ করছেন হয়তো খুন করা হয়েছে। তাদের ধারণা কেউ হয়তো বালিশ চাপা দিয়ে ছেলেকে হত্যা করেছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর, এলটিসি-এইচটিসিতে এবার এসি ভাড়ার সুবিধা
পুলিশ জানিয়েছে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ময়নাতদন্তের জন্য শিশুর দেহ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে। তদন্ত চলছে এবং পুলিশের ধারণা এটি একটি অস্বাভাবিক মৃত্যু, তবে রহস্য এখনো দূর হয়নি।