sanoli sen musical program

ব্যুরো নিউজ, ১৪ এপ্রিল: সম্প্রতি আয়োজিত হল ‘মিউজিক ফিঙ্গার্স’-এর বার্ষিক অনুষ্ঠান ‘ফিয়েস্তা অফ মেলোডি।’ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ গোস্বামী, মৃণাল চক্রবর্তী, দেবাঞ্জন পান, পল্লবী ঘোষ প্রমুখরা। এই অনুষ্ঠানে ‘মিউজিক ফিঙ্গার্স’-এর প্রতিষ্ঠাতা শাঁওলী সেনের তত্ত্বাবধানে ৩২ জন শিক্ষার্থী সিন্থেসাইজারের সুরে মাতালেন দর্শকদের। শাঁওলী সেনের অ্যাকর্ডিয়ানের সুরের মুর্ছনাও এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। শিক্ষার্থী কেয়া দাশগুপ্ত ও সুদীপ দে-কে বিশেষ সন্মান জ্ঞাপন করা হয়।৭ এপ্রিল, রবিবার কলকাতার জ্ঞান মঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি আয়োজিত হয়।

‘কপ্টারে কি সোনা ছিল?’ আয়কর তল্লাশি নিয়ে তোপ তৃণমূল সুপ্রিমোর

সুরের মুর্ছনায় মুগ্ধ দর্শকরা

খাবার বেশি নুনে পোড়া হয়ে গিয়েছে? চিন্তা নেই, ব্যবহার করুন চটজলদি এই ৪ টোটকা!

ছোট থেকেই মিউজিকের প্রতি টান ছিল শাঁওলী সেনের। প্রায় তিন দশক ধরে তাঁর মেলডিকা, মাউথ অর্গান, অ্যাকর্ডিয়ান, পিয়ানো, সিন্থেসাইজারের সুর শ্রোতাদের মুগ্ধ করেছে। শিক্ষার শুরু মা সুষমা সেন, রঞ্জন মুখোপাধ্যায় ও মন্দিরা লাহিড়ীর কাছে।
একটা সময় সুরের জাদুকর ভি বালসারার কাছে প্রশিক্ষণ নিয়েছেন। নিজেও তৈরি করছেন বহু শিক্ষার্থীকে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর