mamata-banerjee-it-raid

ব্যুরো নিউজ, ১৫ এপ্রিল; নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয়তা দেখাচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ বার বার করা হয়েছে। এরই মধ্যে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর দফতর। উল্লেখ্য, সোমবার তমলুকে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের ট্রায়াল চলছিল। সেই সময়েই আচমকা আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালায়। যদিও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি বলে খবর। আর এরপরেই তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আরো সরব হয়েছে শাসক শিবির।

নেপালে UPI ব্যবস্থা জনপ্রিয় করতে ময়দানে নামল PhonePe

কেন্দ্রীয় এজেন্সিকে কি ভয় পাচ্ছে শাসক দল? উঠছে প্রশ্ন

যুদ্ধের আবহে ৯৭ টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত! এ কিসের ইঙ্গিত?

সোমবার কোচবিহারে নির্বাচনী সভা থেকে ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় প্রার্থী দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা করেন মমতা। সেই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে বলেন, ‘অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে। কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকা-পয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?’ এরপরেই শুরু হয়েছে রাজনৈতিম তরজা। কপ্টারে কিছু না থাকলে ভালো। কথা, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে দলনেত্রীর ক্ষোভের কারণ কী? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর