মুকেশ অম্বানীর 'অ্যান্টিলিয়া'

ব্যুরো নিউজ,২৩ অক্টোবর:গুগল অনুযায়ী, মুকেশ অম্বানীর বাসস্থান ‘অ্যান্টিলিয়া’ বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি। প্রথম অবস্থানে রয়েছে লন্ডনের ‘বাকিংহাম প্যালেস’। ধনকুবের মুকেশ অম্বানীর এই প্রাসাদ যে রাজকীয় হবে, তা বলাই বাহুল্য। এই প্রাসাদের ভেতর অনেক বিস্ময় রয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও উঁচু এই বাড়িটি শুধুই ঐশ্বর্যের প্রতীক।

তিন খান নয় বরং এই অভিনেতার ছবি বিশ্বজুড়ে ১.৬ বিলিয়ন ডলার আয় করেছিল।কে তিনি জানুন।

বাড়ির সবচেয়ে দামি অংশ কোনটি?

মুকেশ এবং নীতার এই স্বপ্নের নীড় সাজিয়ে যত্নে দায়িত্বে রয়েছে ৬০০ জন কর্মী। তাদের জন্য বাড়ির একটি অংশে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে রেস্তরাঁ, জিম, শপিং মল, সুইমিং পুল এবং খেলার মাঠ— সবই এক ছাদের নীচে। কিন্তু বাড়ির সদস্যরা কোন তলায় থাকেন, তা জানার জন্য অনেকেই কৌতূহলী।’অ্যান্টিলিয়ার’ সবচেয়ে উপরের তলায় থাকেন অম্বানী পরিবারের বড় ছেলে আকাশ এবং তার স্ত্রী শ্লোকা। তাদের দুই সন্তানকে নিয়ে তারা ২৭ তলায় বসবাস করেন। এ কারণে অনেকেই বলেন, তারা আকাশের কাছে থাকেন। তবে মুকেশ ও নীতাও ২৭ তলায় থাকেন। সম্প্রতি তাদের ছোট ছেলে অনন্তের বিয়ের পর বৌমা রাধিকাকে ঘরে এনেছেন। রাধিকা এবং অনন্ত ও একই তলায় থাকেন।

ইজরাইল-ইরান সংঘর্ষঃ ব্রিকস সম্মেলনে মোদি ও পেজেশকিয়ানের বৈঠক

কিন্তু প্রশ্ন ওঠে, কেন তারা নিজেদের থাকার জন্য বাড়ির সবচেয়ে উপরের তলাটি বেছে নিয়েছেন? এর পেছনে রয়েছে নীতার  একটি ইচ্ছা। তিনি চেয়েছিলেন পরিবারের সকল সদস্যরা খোলামেলা জায়গায় থাকুক, যেখানে সবসময় আলো থাকবে এবং বাতাস বইবে। এই তলায় থেকে গোটা শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির কাছাকাছি থাকতে চাওয়ার কারণে তারা ২৭ তলায় রয়েছেন।এর থেকে এটাই বোঝা যায়, গোটা বাড়ির মধ্যে সবচেয়ে বিলাসবহুল জায়গা হলো এই ২৭ তলা। ১৫ হাজার কোটি টাকার এই বাড়ির সবচেয়ে দামি অংশ হিসেবে সেটিই বিবেচিত হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর