মৌনি রায় ফুটপাতে ধপাস?

ব্যুরো নিউজ,২ জানুয়ারি:২০২৪-কে বিদায় জানিয়ে, নতুন বছরের শুরুতে সকলেই কিছু বিশেষ মুহূর্ত উদযাপন করতে চায়। আর সেই মুহূর্তগুলোই থাকে স্মরণীয়। সম্প্রতি নববর্ষের পার্টিতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়, তার স্বামী সুরজ নাম্বিয়াল এবং ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানি। পার্টি শেষে যখন তারা বের হচ্ছিলেন, তখনই একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। মৌনি রায় হোঁচট খেয়ে ফুটপাতে পড়ে যান, যা ক্যামেরায় ধরা পড়ে এবং পরে নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

পিঠের ব্যথায় ভুগছেন? শরীর চাঙ্গা রাখতে সহজে ঘরে বসেই করুন এই উপকারী আসন

কিছুটা অস্বস্তিতে

এদিন মৌনি একটি কালো শর্ট ককটেল ড্রেস পরেছিলেন এবং পার্টি থেকে বের হওয়ার পর তিনি কিছুটা অস্বস্তিতে ছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ লাইটের তীব্রতায় মৌনি সামলাতে না পেরে হোঁচট খেয়ে রাস্তার উপর পড়ে যান। সুরজ তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং মাটি থেকে তুলে তাকে গাড়িতে বসাতে সহায়তা করেন। দিশা পাটানি দ্রুত মৌনির পাশে দাঁড়িয়ে তার হাত ধরেন। পাপারাজ্জিদের ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।এ ঘটনার পর নেটপাড়ায় দু’ভাগে বিভক্ত হয়ে যায় দর্শকরা। মৌনির ভক্তরা তার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেন, ‘আশা করি তিনি ভালো আছেন,’ ‘ঈশ্বরকে ধন্যবাদ, তার স্বামী তাকে সহায়তা করেছিলেন,’ এবং ‘অন্যদের গোপনীয়তা রক্ষা করা উচিত’। কিন্তু বেশ কিছু নেটিজেনের আক্রমণও চলে আসে। কেউ কেউ মন্তব্য করেন, ‘মদের নেশায় চুর,’ আবার কেউ বলেন, ‘তাহলে এত মদ্যপানের কী দরকার?’ এরই মধ্যে, মৌনির সুস্থতা নিয়েও ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে পাক পুলিশের হাতে বন্দি, ভারতের বাদল বাবুর হৃদয়বিদারক কাহিনী

এই ঘটনায় মৌনির পাশে তার স্বামী সুরজ এবং বন্ধু দিশা দাঁড়িয়ে থাকলেও নেটপাড়ায় অনেকে তার এই মুহূর্তটি নিয়ে আলোচনা করতে ছাড়েননি। যদিও মৌনি এরই মধ্যে অভিনেত্রী হিসেবে অনেক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন, এবং সেও জানেন কিভাবে সমালোচনা এবং প্রশংসাকে সামলাতে হয়। তার কাজের মাধ্যমে তিনি তার ফ্যানদের মন জয় করে চলেছেন।অতীতে ‘দ্য এন্টারটেইনার্স’ ট্যুরে অংশ নেওয়া মৌনি ও দিশার বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে, এবং তাদের একসঙ্গে বহু প্রোজেক্টে কাজ করতে দেখা গেছে। মৌনিকে সম্প্রতি ডিজনি+ হটস্টার সিরিজ ‘শো-টাইম’-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি ইমরান হাশমি ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া, তার পরবর্তী সিনেমা ‘খুদা হাফিজ’-এ তিনি অভিনয় করেছেন, যা ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর