ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর :কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি ছিলই। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা তো ছিলই, তবে সেই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় অপর একটি অভিনব ব্যবস্থা নেওয়া হয়েছে।বাঁদরের উপদ্রব ঠেকাতে বিশেষভাবে প্রশিক্ষিত হনুমানদেরও ব্যবস্থা করা হয়েছে।
গুগল পে ব্যবহারে সমস্যা, কেন টাকা পাঠাতে গড়িমসি?
টেস্ট ম্যাচের নিরাপত্তা আনতে হনুমান
সুগারের সঙ্গেও বন্ধুত্ব সম্ভব! যদি রোজ খান আলু
কানপুরের স্টেডিয়াম এলাকায় বাঁদরের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। খাবার দেখলেই দলে দলে এসে ঝাঁপিয়ে পড়ে এই বাঁদরের দল। এমন পরিস্থিতিতে দর্শক, খেলোয়াড় এবং সম্প্রচার কর্মীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। বাঁদরের আক্রমণে সুরক্ষিত থাকা দুর্বিষহ হয়ে উঠছিল, তাই এই সমস্যার সমাধানে প্রশিক্ষিত হনুমানদের নিয়োগ করা হয়েছে।
তেলেঙ্গানা ডেপুটি সিএমের বাড়িতে চুরিঃকর্মচারীদের উপর সন্দেহ
গ্রিন পার্ক স্টেডিয়ামের ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কপূর জানিয়েছেন, ‘এখানে বাঁদরের উৎপাত আতঙ্কের জায়গায় চলে গিয়েছে। তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে’। বিশেষত, চিত্রগ্রাহকদের জন্য এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। তারা একা কাজ করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, যা তাদের কাজেও বিঘ্ন ঘটাচ্ছে।
সুস্থ জীবনযাপনের সঙ্গী হতে পারে আপনার বাড়ির পোষ্য প্রাণীটি ! জানেন কি
উত্তরপ্রদেশ এবং দিল্লির বিভিন্ন সরকারি দফতর বা ভবনে বাঁদরদের উৎপাত রুখতে নিয়মিতভাবে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাই এবারও কানপুরে টেস্ট ম্যাচের সুরক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষিত হনুমানদের নিয়োগ করা হয়েছে।