উত্তর ও মধ্য কলকাতায় জলসংকট

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:আগামী সোমবার, ১৬ ডিসেম্বর, টালা এবং পলতা পাম্পিং স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ৯টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে পাম্পিং স্টেশনগুলির গুরুত্বপূর্ণ মেরামতির কাজ করা হবে।

রাজভবন-নবান্নঃ সম্পর্কের বরফ কি গলছে?

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে


মেরামতির অংশ হিসাবে বড় ভালভ বসানো, ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ, পাম্প, উচ্চ ভোল্টেজ মোটর এবং অন্যান্য যন্ত্রাংশ সারানো হবে। টালা ট্যাঙ্কের লিক সারাইয়ের কাজও সম্পন্ন হবে। এই কারণে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিশেষত ১ থেকে ৭ নম্বর বরো এবং ৮ নম্বর বরোর কিছু অংশে পুরোপুরি পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

সিনেমা দেখার নেশায় ধরা পড়ল সোনা চোর

পলতা পাম্পিং স্টেশন বন্ধ থাকার ফলে উত্তর ২৪ পরগনারও কিছু এলাকায় জল সঙ্কট দেখা দিতে পারে। তবে পুরসভা জানিয়েছে ১৭ ডিসেম্বর সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে।এই জল সঙ্কট এড়াতে বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পানীয় জল সংরক্ষণ করে রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর