মালা বিক্রি থেকে গ্ল্যামার দুনিয়ায় মোনালিসার রূপান্তর

ব্যুরো নিউজ,১৭ ফেব্রুয়ারি :উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা গিয়েছিল মোনালিসাকে। একদিন কোনও নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হয় তার মোহময় বাদামি চোখ। এরপর থেকেই সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ভিডিওটি দেখেই একাধিক নেটপ্রভাবী তাঁর পেছনে দৌড়াতে শুরু করেন। মালা বিক্রির কাজ থেকে মোনালিসার জীবন বদলে যায়।

অয়ন্তিকা চক্রবর্তীর বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক মন্তব্যঃ ‘কনট্রোভার্সি কুইন’ হিসেবে আত্মপ্রকাশ

নতুন রূপে আত্মপ্রকাশ

মোনালিসা বানজারা সম্প্রদায়ের একজন সাধারণ মেয়ে। পড়াশোনা করেননি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালা বিক্রি করতেন। কিন্তু কুম্ভমেলা তাঁর জীবনকে এক নতুন মোড় দেয়। গ্ল্যামার দুনিয়া তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে। এবার সেই মোনালিসা যিনি কখনো ভাঙা-ভাঙা হিন্দি বলতেন, তিনি মলয়ালম ভাষায় কথা বলছেন এবং কেতাদুরস্ত পোশাকে এক নতুন রূপে আত্মপ্রকাশ করছেন।

১৪ ফেব্রুয়ারি, জীবনে প্রথম বার বিমানে চড়েন মোনালিসা। তিনি কোজিকোড়ে যান এবং সেখানে এক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হন।সেখানে তিনি এক নতুন সাজে হাজির হন—কেতাদুরস্ত পোশাক, সোজা রেশমি চুলে কোঁকড়ানো ভঙ্গিতে। আমন্ত্রিতদের সঙ্গে তিনি মলয়ালম ভাষায় কথা বলেন এবং হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

আপনার প্রিয় মানুষ থেকে ক্রাশ আকৃষ্ট করুন এই সাইকোলজিক্যাল ট্রিকস এর মাধ্যমে

কেরলবাসীও মোনালিসার এই বদলে যাওয়া রূপ দেখে হতবাক।এদিকে, মোনালিসা ইতিমধ্যেই পরিচালক সনোজ মিশ্রের কাছ থেকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সমাজমাধ্যমের কল্যাণে মোনালিসার জীবনে এসেছে এক নতুন উড়ান। যার মাধ্যমে সে এখন শুধুমাত্র মালা বিক্রেতা নয়, বরং গ্ল্যামার দুনিয়ার একজন তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর