মালাবিক্রেতা মোনালিসা কুম্ভমেলা থেকে একেবারে সিনেমার পর্দায়!

ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:এক মালাপসারিণীকে ২০২৫ এর কুম্ভ মেলায় এবার খুঁজে পাওয়া গেল।মোনালিসা—এ নামের সাথেই যেন একটা রহস্য জড়িয়ে রয়েছে। এলাহাবাদে মহাকুম্ভের মেলায় তার উপস্থিতি থেকে শুরু করে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি, এখনো সবার আলোচনায়। ১৫০৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌন্দর্যের মায়া যেন আজও অটুট, ঠিক যেমন লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসা সব যুগেই নিজের আবেদন ধরে রেখেছে।

পাকিস্তানে ইউটিউবারদের ফাঁসি! সত্যি না মিথ্যে? জানুন আসল ঘটনা

রাতারাতি তারকা

এবারের কুম্ভমেলায় মোনালিসার উপস্থিতি বিশেষ কারণে আলোচনায় এসেছে। এক যুবক তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর হঠাৎ করেই মোনালিসা হয়ে ওঠেন রাতারাতি তারকা। ইন্দোরের ষোড়শী এই তরুণী একদিকে যেমন মালা বিক্রি করতে যাচ্ছিলেন, তেমনি অন্যদিকে তাঁর সৌন্দর্যের কারণে মেলার পরিবেশই বদলে যায়। সমাজমাধ্যমে তাঁর ছবি ভাইরাল হয়ে যায়, কিন্তু এর সঙ্গে সঙ্গেই তাঁর ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। মানুষ মালা না কিনে শুধু তাকে দেখতে আসতে শুরু করেছিল, যার ফলে মোনালিসা ব্যবসা বন্ধ করে মেলা ছেড়ে চলে যেতে বাধ্য হন। কিন্তু তার মেলা থেকে চলে যাওয়া তাকে এক নতুন পথে নিয়ে যেতে চলেছে। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি এখন একটি চলন্ত ঘটনা। মোনালিসা এখন নিজেই ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেখানে প্রচুর মানুষের আগমন ঘটছে। শুধু তাই নয়, রূপ পাল্টে নতুন সাজে সামনে আসার পর তার নতুন ‘লুক’ বেশ প্রশংসিত হয়েছে। এখন তার জীবনের নতুন মঞ্চে ওঠার সময় এসেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ায় সূর্যকুমার যাদবের অকপট মন্তব্যঃ “যতক্ষণ না ভালো খেলব, ততক্ষণ সুযোগ পাব না”

শোনা যাচ্ছে, দক্ষিণী সিনেমা জগত থেকেও তাকে ডাক আসতে পারে। বিশেষ করে অল্লু অর্জুনের “পুষ্পা ৩”-এ তাকে নায়িকা হিসেবে দেখতে চাইছেন পরিচালকরা। পারিবারিক পেশা থেকে বেরিয়ে তিনি শীঘ্রই রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরবেন—হতে পারে ছোট পর্দার কোনও হিন্দি অনুষ্ঠানে বা সিনেমার মঞ্চে। মোনালিসার জীবন এখন এক নতুন মোড়ে, যেখানে তার সৌন্দর্য এবং খ্যাতির সঙ্গে আরও কিছু দিক যোগ হচ্ছে।এই পরিবর্তনের সাথে মোনালিসা এখন শুধু কুম্ভমেলার মালাপসারিণী নন, বরং এক নতুন দুনিয়ায় পদার্পণ করতে চলেছেন। নতুন লক্ষ্য এবং পথ তাকে অপেক্ষা করছে, যেখানে তার এক নতুন পরিচয় গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর