ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : আজ জামশেদপুর এফসি’র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন দল। গত দুটি ম্যাচে দশ গোল হজম করেছে জামশেদপুর যার ফলে তাদের অবস্থা বেশ খারাপ। আইএসএলের চলতি মরসুমে সবচেয়ে বেশি গোল খাওয়ার তালিকায় কেরল ব্লাস্টার্সের সঙ্গে জামশেদপুর শীর্ষে রয়েছে (১৬ গোল)। তবুও ম্যাচের আগে সতর্কতা অবলম্বন করেছেন কোচ হোসে মোলিনা। তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসের বিপক্ষে এবং সতর্ক করে বলেছেন ‘প্রতিপক্ষ মরিয়া হয়ে মাঠে নামবে।’
মুখ্যমন্ত্রীর আলু রফতানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের উদ্বেগ
মোহন বাগান শেষবার মাঠে নেমেছিল ১০ নভেম্বর। ওড়িশা এফসি’র বিরুদ্ধে। প্রায় দু’সপ্তাহ পর মাঠে ফিরতে চলেছে তারা। তবে কিছু চোটের কারণে চিন্তা বাড়ছে দলের। সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে কিছু চোট। বিশেষ করে স্টুয়ার্ট এবং আশিস রাইয়ের অনুপস্থিতি। তবে রাইট উইং-ব্যাক দীপ্যেন্দু বিশ্বাস খেলার সম্ভাবনা রয়েছে। স্টুয়ার্টের অনুপস্থিতি বড় ধাক্কা কারণ তিনি গোটা দলের গুরুত্বপূর্ণ সদস্য। স্কটিশ এই ফুটবলার দলের ব্যান্ডমাস্টার এবং চেন্নাইয়ানের বিরুদ্ধে তাকে ফিরিয়ে আনার জন্য কোচ মরিয়া। মাঠে আক্রমণ শানানোর দায়িত্ব থাকবে লিস্টন ও মনবীরের উপর। দু’জনেই বিপক্ষের ডিফেন্ডারদের ওপর চাপ সৃষ্টি করতে পছন্দ করেন ।বিশেষ করে ব্যাক পাসের বদলে আক্রমণাত্মক খেলা তাদের গেমপ্ল্যানের অংশ।জামশেদপুরের বিরুদ্ধে দ্রুত গোল পেলে চাপ কমবে। এই ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরুতে চাপ সৃষ্টি করতে পারবে তারা, এবং গোল পার্থক্য বাড়িয়ে শীর্ষেও উঠতে পারে।
বালিগঞ্জে আগুনে পুড়ল বস্তি, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে
অন্যদিকে, জামশেদপুরের কোচ খালিদ জামিল নির্বাসিত থাকায় সহকারী স্টিভেন ডায়াস দায়িত্ব সামলাবেন। স্টিভেন বলছেন, ‘পয়েন্ট পেতেই হবে, আর ফিরে তাকানোর সুযোগ নেই।’তবে চোট ও কার্ডের কারণে সিসকোভিচ ও জর্ডন মারের সেবা পাবে না জামশেদপুর। জাভি হার্নান্ডেজ সিভেরিও তোরো এবং ইমরান খানরা তার ভরসা।