mohun-bagan-asian-champions-league-exclusion

ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর :কলকাতার ফুটবল ক্লাব মোহনবাগানকে এবার বাদ রেখেই এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) প্রকাশ করেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর পরবর্তী পর্যায়ের নির্ঘণ্ট। যেখানে অন্যান্য দলের নাম রয়েছে, কিন্তু মোহনবাগানের পাশে ‘উইড্রন’ লেখা রয়েছে। কিছুদিন আগে AFC তাদের সোশ্যাল মিডিয়া পেজে যে পয়েন্ট টেবিল প্রকাশ করেছিল, তাতে মোহনবাগান সুপার জায়ান্টের নাম ছিল। সমর্থকরা আশা করেছিলেন, সমস্যার সমাধান হবে। কিন্তু যখন গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচের সূচি প্রকাশিত হলো, তখন মোহনবাগানের নাম সেখানে নেই।

রেড রোডের পুজো ও দ্রোহের কার্নিভালঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি

সমর্থকদের ক্ষোভ

মোহনবাগানের চোট সমস্যা ,মহামেডানের বিরুদ্ধে খেলার আগে উদ্বেগ

বিষয়টি মূলত ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ না খেলতে যাওয়ার জন্য। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে, যেহেতু ইরানের পরিস্থিতি অস্থির। কিন্তু AFC তাদের যুক্তি গ্রাহ্য না করেই মোহনবাগানকে শাস্তি দেয়। নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাক্টর এফসি ম্যাচে অংশগ্রহণ না করার কারণে মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার হিসেবে ধরা হচ্ছে।

ট্রেনের দেরির অভিযোগে যাত্রীকে ক্ষতিপূরণ দিচ্ছে রেল

এদিকে, AFC ইতিমধ্যেই ইরান থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সরানোর সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলছেন, মোহনবাগানের প্রতি কেন দ্বিচারিতা? ২ অক্টোবর মোহনবাগান ও ট্রাক্টর এফসির ম্যাচ হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির কারণে সবুজ-মেরুন শিবিরের খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি তাদের নিরাপত্তার জন্য। এখন দেখার বিষয় হলো, মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর