ব্যুরো নিউজ ২ নভেম্বর : যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে পারেনি মোহনবাগান। এই কারণে চলতি মৌসুমে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার সুযোগ হারিয়েছে সবুজ-মেরুন। তবে ক্লাবটির ওপর আর্থিক জরিমানার কোনও চাপ থাকবে না। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল, তার জবাবে এএফসি এই সিদ্ধান্ত জানায়।
হিন্দুশাস্ত্রে ভাইফোঁটায় দই-চন্দনের ফোঁটা কেন দেওয়া হয় জানেন কি!
আর্থিক জরিমানা হবেনা
এএফসি জানিয়েছে, যেহেতু পরিস্থিতি হাতের বাইরে ছিল, তাই মোহনবাগানের ক্ষেত্রে কোনও আর্থিক জরিমানার নিয়ম প্রযোজ্য নয়। পাশাপাশি তাদের ওপর অন্য কোনো শাস্তিও আরোপ করা হবে না। কিন্তু, এই মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর বাকি ম্যাচগুলো খেলার অনুমতি পাবেনা সবুজ-মেরুন বাহিনী।অক্টোবর মাসের প্রথম দিকে ইরানের তাবরিজে ট্রাক্টর এসসি-র বিরুদ্ধে খেলার কথা ছিল মোহনবাগানের। কিন্তু, সেদেশের পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের আগের দিনই ইজরায়েলের দিকে কয়েকশো ব্যালেস্টিক মিসাইল ছোঁড়ে ইরান, যার ফলে সেখানে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই এমন অবস্থায় ইরানে যাওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।মোহনবাগান এ বিষয়টি এএফসিকে জানিয়েছিল এবং তাদের আবেদন গ্রহণ করা হয়নি। এএফসি জানিয়েছে, ৫.২ নিয়ম অনুযায়ী মোহনবাগান এসিএল ২ থেকে নাম প্রত্যাহার করেছে। পূর্ববর্তী ম্যাচে মোহনবাগান যে এক পয়েন্ট পেয়েছিল, সেটাও কেড়ে নেওয়া হয়েছে। সবুজ-মেরুন কর্তৃপক্ষ দাবি করেছে যে, যুদ্ধের আবহে ইরানে যাওয়া নিরাপদ ছিল না।
লাদাখে সেনা প্রত্যাহারঃ ডেমচকে শুরু হয়েছে ভারতীয় সেনার টহল
মোহনবাগানের ৩৫ জন ফুটবলার একত্রিত হয়ে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে তারা ইরানে যেতে চান না। এই পরিস্থিতিতে মোহনবাগানের জন্য আর্থিক ক্ষতিপূরণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এএফসি জানিয়েছে, কোনও জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না। ৫.৭ ধারা অনুযায়ী পরিস্থিতি হাতের বাইরে থাকায় আর্থিক জরিমানা হবে না, কিন্তু ৫.৬ ও ৫.৭ ধারা অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে মোহনবাগানের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল থাকবে।