ব্যুরো নিউজ, ৬ ফেব্রুয়ারি: ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা। তাঁর আরোগ্য কামনায় টুইট করলেন এদেশের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা কিং চার্লস
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, ৭৫ বছর বয়সি কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত। গত মাসে প্রস্টেটের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময়ই বিভিন্ন পরীক্ষা- নিরিীক্ষার পর জানা যায়, কিং চার্লস ক্যান্সারে আক্রান্ত। আর চার্লসের বাসভবন বাকিংহাম প্যালেসের তরফে এই তথ্যই প্রকাশ করা হয়েছে।
লোকসভা লড়তে বিজেপির নয়া স্কোয়াড
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিং চার্লস। চিকিৎসকেরা তাঁকে সমস্ত কাজ স্থগিত রেখে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে একটি টিম। চিকিৎসক-সহ হাসপাতালের গোটা টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ব্রিটেনের রাজা কিং চার্লস। পাশাপাশি তিনি শীঘ্রই কাজে ফিরতে চান বলে জানিয়েছেন।
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
কিং চার্লসের অসুস্থতার খবর পেয়ে প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই তাঁর আরোগ্য কামনায় শুভেচ্ছা জানিয়েছেন। মোদী টুইটে লিখেছেন, “I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III”. অর্থাৎ যার বাংলা অর্থ, আমি সমস্ত ভারতবাসীর সঙ্গে মহামান্য কিং চার্লসের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি। ইভিএম নিউজ