স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী

ব্যুরো নিউজ,১৩ জানুয়ারি:স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ভারতের বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখালেন। রবিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্ব পায়। তিনি জানান, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে ভারতকে কঠিন হলেও অসম্ভব নয়, আর এই লক্ষ্য অর্জনে যুবশক্তির প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ভয়াবহ ক্ষতিঃ মৃত ২৪, লাখ লাখ মানুষ ঘরছাড়া

কি বললেন তিনি?

মোদী বলেন, ‘‘দেশের উন্নতির জন্য যুবকরা প্রধান ভূমিকা পালন করবে।’’ তিনি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে জানান, স্বামীজির তরুণ প্রজন্মের ওপর অপার বিশ্বাস ছিল। স্বামীজি বলতেন, তাঁর কর্মীরা সবই তরুণদের মধ্যে থেকে, যারা সব সমস্যার সমাধান বের করতে সক্ষম। মোদী বলেন, ‘‘যেভাবে স্বামী বিবেকানন্দ তরুণদের ওপর ভরসা রেখেছিলেন, তেমনই আমিও ভারতীয় যুবকদের ওপর পূর্ণ বিশ্বাস রাখি।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘যখন একটি জাতি একযোগভাবে কাজ করে, যখন সবাই এক লক্ষ্য নিয়ে চলতে থাকে, তখন কোনো শক্তিই তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না।’’ ভারতের বিশাল জনসংখ্যা নিয়ে তিনি বলেন, যদিও সংখ্যাগত দিক থেকে দেশের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু এটি ভারতের একটি শক্তি। যদি সবাই একসঙ্গে কাজ করে, তবে ভারত বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে শীর্ষে থাকবে।

ধনশ্রী-চাহালের সম্পর্ক নিয়ে জল্পনাঃ ধনশ্রী সাহসী জবাব দিলেন অবশেষে

মোদী আরও বলেন, ‘‘ভারত ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন সময় এসেছে আরও বড় লক্ষ্য নির্ধারণের, যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি।’’ প্রধানমন্ত্রী জানান, ‘‘দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শুধু সরকারী উদ্যোগই যথেষ্ট নয়, সকলের সম্মিলিত প্রয়াস দরকার। বিশেষ করে, যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর