ব্যুরো নিউজ,১৮ নভেম্বর:রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ২০০২ সালের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সত্যিটা এখন সবার সামনে আসছে।’ ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, এবং প্রধানমন্ত্রীর এই মন্তব্য ছবির প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি করেছে।ধীরজ শর্মা পরিচালিত ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমাটি গোধরা কাণ্ডের পরবর্তী দাঙ্গাগুলির প্রেক্ষাপটে তৈরি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসে। সিনেমায় তিনি একটি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন, যার মাধ্যমে গোধরা কাণ্ডের নানা অজানা দিক তুলে ধরা হয়েছে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই এটি সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্ম দিয়েছে, এবং অনেকেই এটি দেখে দেশের ইতিহাসের অজানা সত্য জানতে আগ্রহী হয়েছেন।
কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টাঃ বিহার যোগের সন্দেহ, গুলজার গ্রেফতার
‘দ্য কাশ্মীর ফাইলস’
প্রধানমন্ত্রী মোদী রবিবার এক ভ্যারিফায়েড এক্স (Twitter) পোস্টে লেখেন, ‘ভালো বলেছেন, এই সত্য এখন বেরিয়ে আসছে, এবং সাধারণ মানুষ তা দেখতে পাচ্ছে। মিথ্যাচারের আখ্যান হয়তো কিছুদিনের জন্য টিকে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সবসময় বেরিয়ে আসে।’ ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনার পর গুজরাটে ব্যাপক দাঙ্গা শুরু হয়। সেই ঘটনার পটভূমিতে নির্মিত এই সিনেমাটি এক সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে সেই সময়ের অন্ধকার দিকগুলো তুলে ধরেছে। বিক্রান্তের অভিনয় দেখে অনেকেই প্রশংসা করছেন, যদিও তিনি এই সিনেমা করার জন্য প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন। ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা রয়েছেন।
চিনা মাঞ্জার জেরে ফের দুর্ঘটনা, রক্তাক্ত বাইক আরোহীঃ শহরের উড়ালপুলে আতঙ্ক
এর আগে, প্রধানমন্ত্রী মোদী বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমারও প্রশংসা করেছিলেন, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার কথা তুলে ধরা হয়েছে। মোদী বলেছিলেন, ‘যখন কেউ সত্য ঘটনা নিয়ে সিনেমা বানায়, তখন তার উদ্দেশ্য শুধু সত্য তুলে ধরা হয়। কিন্তু কিছু মহল সেই সত্য অস্বীকার করার চেষ্টা করে।’ অভিনেতা বিক্রান্ত মাসে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, ‘অনেকে বলছেন হিন্দুরা সংকটে, আবার কেউ বলছেন মুসলিমরা সংকটে, কিন্তু আমার কাছে তা ঠিক মনে হয় না। আসলে, প্রতিটি মানুষ নিজের মতো ভালো আছে।’