ব্যুরো নিউজ, ১২ এপ্রিল: লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। তবুও তিনি প্রচারে বেরোলে যে ঝড় তুলবেন, তা বেশ ভালই জানে গেরুয়া শিবির। কারণ একুশে নির্বাচনে সারা বাংলা জুড়ে দাপিয়ে বেরিয়েছেন। বলা হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তী কথা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল মিঠুন চক্রবর্তীকে কবে থেকে প্রচারের ময়দানে দেখা যাবে। সূত্রের খবর, নববর্ষের দিন অর্থাৎ ১৪ এপ্রিল থেকে প্রচারের ময়দানে নামছেন মোদির ‘স্টার সেনাপতি’।
দুর্নীতির পাশাপাশি দুর্নীতির প্রমাণ চুরির অভিযোগ! মুখ্য সচিবের বিরুদ্ধে FIR
শেষ বেলায় প্রচারে ঝড় তুলতে উত্তরবঙ্গে ‘স্টার সেনাপতি’
১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তার আগে ১৪ এপ্রিল থেকে টানা তিন দিন উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো ও জনসভা করবেন মিঠুন। সাংগঠনিক বৈঠকও করতে পারেন বলে খবর।
উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে উত্তরবঙ্গে প্রচারে যাবেন মিঠুন চক্রবর্তী। শেষ বেলায় প্রচারে ঝড় তুলতে মহাগুরুকে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে বলেই মনে করছে মহলের একাংশ।