মিঠুন চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়

ব্যুরো নিউজ,১৩ জানুয়ারি:টলিপাড়ায় এক নতুন জল্পনা শোনা যাচ্ছে— মিঠুন চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় কি একসঙ্গে কাজ করতে চলেছেন? গত বছরের শেষে বিনোদন দুনিয়ার দুই চর্চিত ব্যক্তিত্ব এক ফ্রেমে ধরা পড়েন। রবিবার সকালে শাশ্বত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মিঠুন চক্রবর্তী এবং তাঁর পুত্র নমশি চক্রবর্তীর সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শাশ্বত লেখেন, “বাঘ এবং বাঘের বাচ্চা”। এই পোস্ট দেখার পর থেকেই টলিপাড়ায় আলোচনা শুরু হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ঘোষণা করল ১৫ জনের দল, দলের মধ্যে হল বড় পরিবর্তন  

“বাঘ এবং বাঘের বাচ্চা”


গত সপ্তাহে মুম্বইতে শাশ্বত শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে মিঠুন চক্রবর্তী তাঁকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। শাশ্বত জানান, “মিঠুনদার বাড়ির খুব কাছেই শুটিং হচ্ছিল, তাই তিনি একদিন আমাকে ডেকে পাঠান।” মিঠুন চক্রবর্তীর সঙ্গে শাশ্বতের সম্পর্ক বেশ পুরনো। নমশি চক্রবর্তীর সঙ্গে শাশ্বতের সম্পর্কও রয়েছে, কারণ নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’তে অভিনয় করেছিলেন শাশ্বত। অভিনেতা বলেন, “নমশির সঙ্গে নিয়মিত হোয়াট্‌সঅ্যাপে কথা হয়। মিঠুনদার বাড়িতে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হয়েছিল। খুব ভালো লাগল, মিঠুনদার পরিবার, মিমো ও তার স্ত্রীও ছিলেন। অনেক দিন পর সবাই মিলে আড্ডা দিলাম।”

ধনশ্রী-চাহালের সম্পর্ক নিয়ে জল্পনাঃ ধনশ্রী সাহসী জবাব দিলেন অবশেষে

গত বছর ‘শাস্ত্রী’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল মিঠুন এবং শাশ্বতকে। মুম্বইয়ে শাশ্বত এবং মিঠুনের শুটিংয়ের কোনও সম্পর্ক রয়েছে কি না, সে সম্পর্কে সরাসরি কিছু না বললেও শাশ্বত বিষয়টি এড়িয়ে যাননি। তিনি বলেন, “নির্মাতাদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারি না।” সম্প্রতি শাশ্বত ‘খাকি ২’ ওয়েব সিরিজের ডাবিং শেষ করেছেন। নতুন বছরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে নতুন কাজ করবেন কিনা, তার উত্তর সময়েই পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর