ব্যুরো নিউজ,১৩ নভেম্বর:ঝাড়খণ্ডের ধানবাদে বিজেপির এক সভায় চুরির ঘটনা ঘটেছে।এই ঘটনার ফলে বিজেপি শিবিরের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। সভার প্রধান বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বিজেপির প্রার্থীদের জন্য প্রচারে এসেছিলেন।সেখানে মিঠুনের জনপ্রিয়তা বেশ ভালোই, এবং সভায় প্রচুর ভিড়ও ছিল। কিন্তু আচমকাই, সভার মাঝখানে মাইক থেকে ঘোষণা করা হয় যে, মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি হয়েছে। পুরো ঘটনা মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে ওঠে।
উত্তরবঙ্গে আবার ভূমিকম্পঃ সিকিমে অনুভূত কম্পন, তীব্রতা ৩.৫
ভাবমূর্তি ক্ষুণ্ণ
ধানবাদের সভায় বিজেপির পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে ডাকা হয়েছিল। কিন্তু, সেখানে একেবারে মঞ্চের সামনে যখন বিপুল জনসমাগম ছিল, তখন কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঞ্চে বিজেপির নেতাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবুও কে বা কারা মানিব্যাগটি চুরি করেছে, সেটা জানা যায়নি। চুরির খবর জানাজানি হওয়ার পর মঞ্চ থেকে বারবার ঘোষণা করা হয় যে, সেই মানিব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, তাই যারা তা নিয়েছে, তারা যেন দ্রুত ফেরত দেয়।মিঠুনের মানিব্যাগ চুরি হওয়ার ঘটনায় ঝাড়খণ্ড বিজেপি বেশ অস্বস্তিতে পড়েছে। কারণ, মিঠুন চক্রবর্তীর প্রচারে অংশ নিতে গিয়ে এমন একটি ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। চুরির ঘটনাটি বিজেপির নেতৃবৃন্দের কাছে তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে, ঘটনার পরপরই ওই মানিব্যাগের সন্ধানে মঞ্চের নেতৃত্ব ও কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। যদিও শেষ পর্যন্ত মানিব্যাগটি উদ্ধার হয়েছে কিনা, তা স্পষ্ট হয়নি।
৩১টি বিধানসভা আসনে উপ-নির্বাচনঃ বিরোধীদের জন্য বড় পরীক্ষা
এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, মঞ্চে যেখানে কঠোর নিরাপত্তা ছিল, সেখানে মানিব্যাগটি কে বা কীভাবে চুরি করল? দ্বিতীয়ত, এটি চুরি হয়েছিল, নাকি তা কোথাও পড়ে গিয়েছিল? এই বিষয়গুলো নিয়েও ধোঁয়াশা রয়েছে। মঞ্চ থেকে বারবার ঘোষণা করা হয়, যদি কেউ মানিব্যাগটি নিয়ে থাকে, তাহলে সে যেন সেটি দ্রুত ফেরত দেয়। যেখানে বিজেপি নির্বাচনী প্রচারে ব্যস্ত, সেখানে এমন অপ্রত্যাশিত ঘটনা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।