পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: অজি পেসার মিচেল স্টার্ক ইতিহাস কায়েম করেছিলেন ২০২৪ আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠানে। কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন তিনি ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে। এরপর হিসেব কষে দেখা গিয়েছে, তিনি ৭ লাখেরও বেশি টাকা নিচ্ছেন এক একটা বল করার জন্য।
মিচেল স্টার্ক এর বোলিং পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে
স্টার্ক আইপিএল টুর্নামেন্টে কামব্যাক করেছেন প্রায় ৮ বছর পর। ফলে নাইট সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে একটা আলাদাই মাতামাতি ছিল। কিন্তু, এভাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁর যে হাওয়া টাইট হয়ে যাবে, সেটা বোধহয় কল্পনাও করতে পারেননি কেউ।উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদ শনিবার (২৩ মার্চ) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বল হাতে মিচেল স্টার্ক কার্যত ধেড়িয়ে ফেললেন এই ম্যাচে।
তারকার মেলা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে! কবে হবে?
৪ ওভার বল করে তিনি একটাও উইকেট নিতে তো পারলেনই না। উলটে খরচ করে এলেন ৫৩ রান। তাকানোই যায় না তাঁর ইকোনমি রেটের (১৩.২৫) দিকে। নিঃসন্দেহে বলা যায়, হর্ষিত রানা যদি শেষবেলায় অমন ম্যাজিক স্পেল না করতেন তাহলে এই ম্যাচে ক্লাসেনের হাতেই কলকাতা ব্রিগেডকে বধ হতে হত।