ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:রাজভবনের পদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাকের স্বামী দীপাঞ্জন বসাক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন, যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছিল। এই উদ্বেগ আরও বাড়ে, যখন তিনি সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ স্বামীর কথা জানিয়ে সাহায্য চেয়ে পোস্ট করেন। দীপাঞ্জন, একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।তিনি বাড়ি থেকে হাওড়া যাওয়ার কথা বলে বের হয়েছিলেন, কিন্তু এরপর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীপাঞ্জনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ছিলেন।
মনমোহন সিংহের স্মৃতিসৌধঃকংগ্রেস-বিজেপি বিরোধ কিন্তু কেন্দ্র কি সিদ্ধান্ত নিল?
সুরক্ষিত রয়েছেন
শান্তি দাস বসাক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “আমার স্বামী দীপাঞ্জন নিখোঁজ। পরিবারের সদস্যরা চিন্তিত। যদি কেউ কিছু জানেন, দয়া করে আমাকে মেসেজ করবেন।” তিনি আরও জানিয়েছিলেন ‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা দেখা যাচ্ছিল। কিছুই যেন তাঁর ভাল লাগছিল না। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে।’ পোস্টটি করার পর থেকেই বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। অবশেষে, দীপাঞ্জনের বন্ধুদের মাধ্যমে খোঁজ মেলে তাঁর। সোশ্যাল মিডিয়াতে তিনি জানান, “ধন্যবাদ জানাই সবাইকে, যারা দীপাঞ্জনকে খুঁজে বের করতে সাহায্য করেছেন। এখন তিনি নিরাপদে আছেন এবং সুরক্ষিত রয়েছেন।”
নতুন বছরে আফ্রিকা থেকে আরও ২০টি চিতা আনছে ভারত, এবার নতুন অতিথিদের ঠিকানা কোথায়?
দীপাঞ্জনের নিখোঁজ হওয়ার খবরে অনেকেই চিন্তিত ছিলেন, কারণ শান্তি দাস বসাক একজন পুলিশ আধিকারিক। তবে অবশেষে তাঁর খোঁজ মেলার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এখনও পর্যন্ত, দীপাঞ্জন কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন তা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এই ঘটনার পর, শান্তি দাস বসাক তাঁর বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন, যারা দীপাঞ্জনকে খুঁজে বের করতে সাহায্য করেছেন।