ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :কেন্দ্রীয় সরকার অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলস’ (ব্যক্তিগত তথ্য সংরক্ষণ নিয়মাবলী) খসড়া প্রকাশ করেছে। এতে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরির জন্য অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৪ মাস আগে সংসদে ‘ডিজিটাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩’ পাশ হওয়ার পর এই খসড়া নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।
ত্রিপুরা সীমান্তে জোরদার নিরাপত্তাঃ জঙ্গি কার্যকলাপে সতর্ক সুরক্ষাবাহিনী
‘ডিজিটাল ডেটা প্রোটেকশন আইন’
খসড়ায় বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ব্যবহার করার আগে অভিভাবকের অনুমতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এতে অভিভাবক হিসেবে দাবি করা ব্যক্তির পরিচয় যাচাই করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। যাচাইয়ের জন্য আইন-স্বীকৃত কোন প্রতিষ্ঠান বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য নেওয়া যেতে পারে, এমনকি ভারতে যে কোনো আইন কার্যকর থাকবে, তার ভিত্তিতেও এই যাচাই প্রক্রিয়া চলবে।তবে খসড়া নিয়মাবলীতে উল্লেখ করা হয়নি, যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘন করেন, তবে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ২০২৩ সালের ‘ডিজিটাল ডেটা প্রোটেকশন আইন’ অনুসারে, ব্যক্তিগত তথ্য ফাঁস হলে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, কিন্তু খসড়াতে এই বিষয়ে কিছু বলা হয়নি।
প্রয়াগরাজে মহাকুম্ভের মহাপ্রস্তুতিঃ ৮৪টি আস্থা স্তম্ভে সজ্জিত হচ্ছে শহর
এখনও পর্যন্ত যে খসড়া নিয়মাবলী প্রকাশিত হয়েছে, তা প্রাথমিক স্তরে। কেন্দ্রীয় সরকার এই খসড়া নিয়মাবলী নিয়ে জনগণের মতামত চেয়েছে। তারা জানিয়েছে, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের মতামত জানাতে পারবে এবং আপত্তি জানাতে পারবে। এই খসড়া নিয়মাবলী সম্পর্কে পরবর্তী পদক্ষেপ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫-র পর নেওয়া হবে।