শ্বাসনালীতে আটকে গিয়েছিল ধাতব স্প্রিং

ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:জামশেদপুরের ২১ বছর বয়সী তরুণ সুফিয়ান আলি, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কফ এবং রক্তপাতের সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে তিনি কফের সমস্যায় ভুগতে শুরু করেন এবং তারপর কফের সঙ্গে রক্তপাতও শুরু হয়। একাধিক চিকিৎসককে দেখিয়েও সমস্যার সমাধান হয়নি। কিছু সময়ের জন্য কফের সঙ্গে রক্তপাত বন্ধ হলেও, মূল সমস্যা রয়ে গিয়েছিল। এর ফলে শরীরের ওজন কমতে শুরু করে এবং মাঝে মাঝে জ্বরও আসতে থাকে। তখন তিনি মনিপাল হাসপাতাল ব্রডওয়েতে যান। সেখানে তার চিকিৎসা শুরু হয়।

শরীর সুস্থ রাখতে বৃক্ষাসনের উপকারিতা এবং সঠিক পদ্ধতি

শ্বাসনালীতে আটকে


হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চিকিৎসক ড. অপর্ণা চট্টোপাধ্যায় জানান, শ্বাসনালীতে একটি ছুঁচ জাতীয় ধাতব স্প্রিং আটকে থাকার কারণে সুফিয়ানের সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল। প্রথমে উপসর্গ দেখে চিকিৎসকরা বুঝতে পারেননি যে, শ্বাসনালীতে কিছু আটকে রয়েছে। এক্স-রে তেও কিছু ধরা পড়েনি। তবে উচ্চ রেজোলিউশনের সিটি স্ক্যান করার পর দেখা যায়, ফুসফুসের বাম সাবকারিনালে দু সেন্টিমিটার লম্বা একটি ধাতব স্প্রিং আটকে রয়েছে।এটা ছিল একটি জটিল চিকিৎসা প্রক্রিয়া। ব্রঙ্কোস্কোপি এবং এন্ডব্রোনকিয়াল আল্ট্রা সাউন্ডের মাধ্যমে ধাতব বস্তুটি বের করা হয়। ডাক্তাররা জানিয়েছেন যে, খুব অল্প রক্তপাত হয়েছে, যা সহজেই সামলানো গেছে। সুফিয়ান বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শিশুর জেদ কীভাবে মোকাবিলা করবেনঃ রইল মনোবিদের পরামর্শ

সুফিয়ান নিজেও জানান, তিনি কখনও কল্পনাও করেননি যে এমন কিছু তার শ্বাসনালীতে আটকে থাকতে পারে। গত দুই বছর ধরে ভুগে, অবশেষে চিকিৎসকদের তৎপরতায় তিনি সুস্থ হয়েছেন। এখন তাকে টিউবারকুলোসিসের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মনিপাল হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চিকিৎসক ড. দেবরাজ যশের অধীনে তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর