messi-hattrick-argentina-record

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর :আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি আবারও মাঠে বাজিমাত করেছেন। সম্প্রতি বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে তিনি দুর্দান্ত একটি হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচে, মেসি শুধু নিজের গোলের ক্ষুধা মিটাননি, বরং তার সতীর্থদের জন্যও দুই গোল তৈরিতে সহায়তা করেছেন। ফলে, নীল-সাদা জার্সিধারীরা বলিভিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়েছে।

হার্দিক পাণ্ডিয়ার ৩১তম জন্মদিনঃ জীবন থেকে এখনও শিখছেন তিনি

মেসির দশম হ্যাটট্রিক

বিহারের ‘ড্রাই’ রাজ্যে বিষমদ বিপর্যয় মৃতের সংখ্যা ৮

ম্যাচ শেষে মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি জানান, কাতার বিশ্বকাপের পর থেকে তার অবসর নিয়ে নানা গুঞ্জন চলছেই। জুনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইন্টার মায়ামি তার কেরিয়ারের শেষ ক্লাব। তবে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ কবে খেলবেন, তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। মেসি বলেন, ‘আমি খেলাটা উপভোগ করছি। এই বয়সে সকলের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হতে পারে আমার শেষ ম্যাচ।’

১১ হাজার হিরে দিয়ে রতন টাটার অবয়ব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির দশম হ্যাটট্রিক। দেশের হয়ে সর্বাধিক হ্যাটট্রিক করার জন্য তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে স্পর্শ করেছেন। আন্তর্জাতিক ফুটবলে, পুরুষদের মধ্যে সর্বাধিক গোল করার তালিকায় রোনাল্ডো প্রথম স্থানে, যিনি ২১৬টি ম্যাচে ১৩৩টি গোল করেছেন। মেসি দ্বিতীয় স্থানে, ১৮৯টি ম্যাচে তার গোলের সংখ্যা ১১২।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর