২০২৫-এ ভারতে মেসি

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতবর্ষের মাটিতে পা রাখতে পারেন লিওনেল মেসি। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানের সাম্প্রতিক এক মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তার দাবি, ২০২৫ সালে কেরলে ফুটবল ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা।

অপরিণত সদ্যোজাতকে নিয়ে গেল পথকুকুর, গাফিলতির অভিযোগ হাসপাতালে

হাই প্রোফাইল ফুটবল ইভেন্ট আয়োজনের পরিকল্পনা

২০১১ সালে মেসি শেষবার ভারতে এসেছিলেন। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তার খেলা দেখতে তখন নীল-সাদা আবেগে ভেসেছিল গোটা শহর। কিন্তু এরপর থেকে আর কখনো মেসি ভারতের মাটিতে খেলতে আসেননি। যদিও এর মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ ঘুরে গেছেন কলকাতায়। তবু মেসিকে সরাসরি দেখতে পাওয়ার সুযোগ হয়নি ভারতীয় ফুটবলপ্রেমীদের।কেরলের ক্রীড়ামন্ত্রী আবদুরাহিমান জানিয়েছেন রাজ্যের ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় একটি হাই প্রোফাইল ফুটবল ইভেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ২০২২-এর বিশ্বকাপজয়ী দল অন্তত দুটি ম্যাচ খেলতে পারে ভারতে। যদিও মেসি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সিদ্ধান্তের উপর।

বাড়িতে বানিয়ে ফেলুন অন্যরকম স্বাদের ব্ল্যাক চিকেন রইল সহজ রেসিপি

কেরলে ফুটবল উন্মাদনা নতুন কিছু নয়। বিশ্বকাপের সময় রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে আর্জেন্টিনা এবং মেসির সমর্থনে বিশাল বিশাল পতাকা আর ব্যানার শোভা পেয়েছিল। যদি মেসি এবং তার দল সত্যিই কেরলে আসেন। তাহলে ফুটবল ইতিহাসে এটি হবে এক স্মরণীয় মুহূর্ত।জানা যাচ্ছে  কোচির ৬০,০০০ দর্শকধারী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবে প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। শিগগিরই আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল কেরলে এসে পরিকাঠামো পরিদর্শন করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর