ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : আরজি করের ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন কৌতুকশিল্পী ও অভিনেতা মীর আফসর আলি। জুনিয়র ডাক্তারদের অনশনকেও সমর্থন জানিয়েছেন তিনি। ৪ দিন আগে ডাক্তারদের অনশন মঞ্চের একটি ছবি শেয়ার করে মীর লিখেছিলেন, “সবাইকে শারদ শুভেচ্ছা, দোষীদের গারদ শুভেচ্ছা।” ছবিটির ওপর লেখা ছিল, “ডাক্তারদের অনশন, লজ্জা করো প্রশাসন।”
চক্ররেলের সমস্যা বাড়ছে বেআইনি দখলদারি ও নিকাশির দুর্ভোগ নিয়ে
কে কি মন্তব্য করেছে দেখুন
এদিকে, আরজি কর পরিস্থিতির মধ্যে ১৫ অক্টোবর, মঙ্গলবার ছিল পুজো কার্নিভাল। অনেক তারকা এই কার্নিভালের প্রতিবাদ করেছেন এবং টলিপাড়ার বেশিরভাগ তারকা সেখানে উপস্থিত থাকেননি। তবে, উপস্থিত না থাকলেও সোশ্যাল মিডিয়া পেজে কিংবা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখেছেন অনেকে। সেখানেই নেটিজেনরা মীর আফসর আলিকে ট্রোল করতে ছাড়েননি। মীরের পুজো কার্নিভালের লাইভ দেখার স্ক্রিনশট শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, “মীরদা বাড়িতে বসে কার্নিভাল দেখছেন! মনে হয় পাস পাননি!” এই মন্তব্যের নিচে তৃণমূল সমর্থকদের মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ একজন লিখেছেন, “ওনারা উৎসবে নেই, চুপি চুপি আছেন।” অন্য একজন মন্তব্য করেন, “মীর দার মিরাক্কেল বাংলাতে পাস পায় কি না, দেখা যাক।”আবার অনেকেই মীরের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়েছেন। একজন লিখেছেন, “মীর কি একটা আছে? তবে পিসি একটা।” অন্যদের মধ্যে কেউ বলেছেন, “আমরাও দেখেছি, তবে শুভেচ্ছা দেওয়ার জন্য নির্লজ্জ হতে হবে না।”
রাতে ঘুমানোর সময় মাথার পাশে মোবাইল রাখছেন না তো ? মহাবিপদ!
মীর এক সময় আরজি কাণ্ড নিয়ে টলিপাড়ার অনেক শিল্পীর চুপ থাকা নিয়ে আক্রমণ করেছেন। তিনি বলেছিলেন, “আমার বেশ কিছু শিল্পী বন্ধু, যারা সিনেমা ও টেলিভিশনে কাজ করেন, তাদের থেকে সাধারণ মানুষ জবাব চাইছেন, কিন্তু তারা নীরব।” তিনি মন্তব্য করেছেন, “দুর্ভাগ্যবশত তাদের টিকি অন্য কোথাও বাঁধা, তাই তারা জবাব দিতে পারছেন না।”