মেদিনীপুর মেডিক্যালের ১২ জন চিকিৎসক সাসপেন্ড

ব্যুরো নিউজ, ১৭ জানুয়ারি:মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতি মৃত্যু কাণ্ডের ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে ৬ জন জুনিয়র ডাক্তার রয়েছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার সকাল থেকে হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে, বৃহস্পতিবার রাত থেকেই স্ত্রীরোগ ও অ্যানাস্থেশিয়া বিভাগের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছেন।

অক্সিজেন ফেশিয়ালঃ ত্বকের যত্নে নতুন ট্রেন্ড, জানুন এর উপকারিতা ও পদ্ধতি

কি অভিযোগ?


জুনিয়র ডাক্তারদের অভিযোগ, কেন স্যালাইন কাণ্ডের জন্য তাদের সাসপেন্ড করা হলো, সে বিষয়টি নিয়ে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, সাসপেনশন তুলে না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এদিকে, সাসপেনশন হওয়ার পর এফআইআরও দায়ের করা হয়েছে বলে খবর রয়েছে।এমন পরিস্থিতিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবায় শুক্রবার থেকে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইডেন গার্ডেনসের পিচে আসন্ন ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে কৌতূহল ক্রিকেট প্রেমীদের

এছাড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতি মৃত্যু কাণ্ডে মুখ খুলে বলেন, যদি চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তবে ওই মাকে বাঁচানো যেত। তিনি চিকিৎসকদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।এটি একাধিকবার কর্মবিরতির রূপ নিলো, যেমনটা আগে আরজি কর কাণ্ডে হয়েছিল। এখন দেখতে হবে, এই আন্দোলন কোথায় গিয়ে থামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর