কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণঃ আতঙ্কিত এলাকাবাসী, তদন্তে পুলিশ

ব্যুরো নিউজ,১০ ফেব্রুয়ারি :নদিয়ার কল্যাণীতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও ঘটল বিস্ফোরণ। এলাকাবাসীর অভিযোগ, এখানে কোনও বাজি-টাজি ফাটেনি। বরং তাদের আশঙ্কা, এই বিস্ফোরণের পিছনে থাকতে পারে মজুত করে রাখা বোমা!

অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় ভুগছেন শ্বাসকষ্টে ঃ কী জানালেন মেয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়?

এক বিকট শব্দ

রবিবার সন্ধ্যায়, কেতুগ্রামের চেঁচুড়গ্রামের বাসিন্দারা হঠাৎই এক বিকট শব্দে কেঁপে ওঠেন। প্রথমে হতচকিত হলেও কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারেন যে এটি আসলে একটি বিস্ফোরণ। বিস্ফোরণের উৎস খুঁজে পাওয়া যায় একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ে। ওই শৌচালয়টি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং বিস্ফোরণের অভিঘাতে বাড়ির ছাদের একটি অংশও উড়ে যায় বলে জানা যাচ্ছে।

স্থানীয়দের দাবি, বহু বছর ধরে ওই বাড়িটি খালি অবস্থায় পড়ে ছিল কারণ বাড়ির মালিক চাকরি সূত্রে বাইরে থাকেন এবং সেখানে আর কেউ থাকতেন না। এলাকাবাসীরা মনে করছেন, কারও অগোচরে ওই বাড়ির শৌচালয়ে বোমা মজুত করে  রেখেছিল, যা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন যে, ভাগ্যক্রমে এই সময়ে কেউ সেখানে ছিলেন না, নাহলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারতো।

ভ্যালেন্টাইন্স ডেঃ সংসারের চাপে নিজেদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে? এই ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমের পরিবেশ তৈরি করতে রইল ঘরের কিছু সাজসজ্জার টিপস

এদিকে, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী জানিয়েছেন, ওই বাড়িটি স্থানীয়ভাবে ‘পোড়ো বাড়ি’ হিসেবে পরিচিত এবং এটি ১৫-১৬ বছর ধরে খালি পড়ে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাড়ির মালিকরা সেখানে ছিলেন না, তাই পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে একটি মামলা দায়ের করা হবে।এখনও পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এবং স্থানীয়রা শঙ্কিত রয়েছেন। পুলিশ এবং প্রশাসন এই বিস্ফোরণের সঠিক কারণ বের করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর