ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :পুজো উপলক্ষে আজ কলকাতা আসছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের। কিন্তু তার আগে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ঝাজ্জরের বুথে লাইনে দাঁড়িয়ে আকাশী নীল সালওয়ার-কমিজ পরিহিত মনু বলেন, ‘এদেশের যুবসমাজের দায়িত্ব হচ্ছে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। ছোট পদক্ষেপই বড় লক্ষ্যে পৌঁছে দেয়।’
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাটকীয়তা
কলকাতা আসছে মনু
আজ এক দফায় হরিয়ানার ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। আর ৮ অক্টোবর ফলাফল ঘোষণা হবে। মূল লড়াইটি চলছে শাসকদল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি, কংগ্রেসের ভূপেন্দ্র সিংহ হুডা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা।
দুই সন্তানের মা হয়ে কমিয়েছেন ওজন অভিনেত্রী শুভশ্রী
মনু শনিবার দুপুর ২টোয় কলকাতায় পৌঁছাবেন এবং বিকেলে শ্রীভূমি পুজো মণ্ডপে দেবী দর্শন করবেন। সেখানে শ্রীভূমির মহিলা ফুটবল দলের ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উৎসাহিত করবেন। পরে, সন্ধ্যায় বারুইপুরের পদ্মপুকুরের পুজো মণ্ডপে উপস্থিত হবেন। মনুর এই পুজো সফর ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।