অগ্নিগর্ভ মণিপুর

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর : মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ। জিরিবাম জেলার তিনজন মেতেই সম্প্রদায়ের মহিলার মৃতদেহ শুক্রবার অসমের শিলচর মেডিক্যাল কলেজের মর্গে আনা হয়েছে। এই মহিলারা অপহৃত কিনা তা এখনও নিশ্চিত নয়। নিখোঁজ তিন শিশুরও কোনও সন্ধান মেলেনি।

একসঙ্গে ছবিতে কাজ করতে চলেছে অভিষেক-ঐশ্বর্য ?

তিন মহিলার দেহ শিলচরের মর্গে পাঠানো হয়

গত সোমবার জিরিবামের বাসিন্দা লাইশরম হেরোজিতের পরিবারের সদস্যদের অপহরণ করা হয়। হেরোজিত জানান তার স্ত্রী তাকে ফোনে কাঁদতে কাঁদতে বলেছিলেন তারা সশস্ত্র কুকি জঙ্গিদের দ্বারা ঘেরাও হয়েছেন। কিছুক্ষণ পরেই ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফোন সুইচড অফ হয়ে যায়। তার এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারেন তার স্ত্রী, শাশুড়ি এবং আরেকজন মহিলাকে একটি নৌকায় করে জঙ্গিরা নিয়ে যাচ্ছে।শুক্রবার অপহৃতদের খোঁজে তিন মহিলার দেহ শিলচরের মর্গে পাঠানো হয়। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এই দেহগুলি ওই নিখোঁজ মহিলাদের কিনা। নিখোঁজ তিন শিশুর মধ্যে দুটি হেরোজিতের সন্তান।

ভয়াবহ দুর্ঘটনা দেহরাদুনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু

জিরিবামে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গত সপ্তাহে কুকি জঙ্গিদের সঙ্গে সিআরপিএফের এনকাউন্টারে ১০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। সেই থেকেই মণিপুরে নতুন করে অশান্তি শুরু হয়েছে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। মণিপুরের এই সংকট নিরসনে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠছে। শান্তি প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর