manipur-34-unlf-militants-surrender

ব্যুরো নিউজ, ১৮ মে: মায়ানমার থেকে মণিপুর সিমান্ত এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা জঙ্গিদের! তবে সেনা-জঙ্গি গুলির লরাইয়ের পর অত্মসমর্পণ করে ৩৪ জন জঙ্গি।

আবগারি দুর্নীতি মামলায় জড়িত গোটা আম আদমি পার্টি

ওদিকে মায়ান্মারে চলছে গৃহ যুদ্ধ। আর ভারতে জাতীয় নির্বাচনের মাঝেই ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)-এর পামবেই গোষ্ঠীর কমপক্ষে 34 জন জঙ্গি।
শুক্রবার ইন্দো- মায়ানমার সিমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিষয়টি নজরে আসে সিমান্তের নজরদারিতে থাকা আসাম রাইফেলসের একটি ইউনিটের। ঘটনার জোর গুলির লড়াই চলে সেনা জঙ্গির। তবে শেষ পর্যন্ত ৩৪ জন জঙ্গি আসাম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করে।

জানা গিয়েছে, গত কয়েকদিনে ইউএনএলএফ মিয়ানমারের অপর একটি বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সাথে তীব্র লড়াই বাধে। এর পরে নিরাপত্তার জন্য জঙ্গিরা মণিপুরে ঢুকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। তবে শেষ রক্ষা হল না।
ভারত-মিয়ানমার সীমান্ত রক্ষাকারী আসাম রাইফেলসের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আত্মসমর্পণ করা বিদ্রোহীদের মণিপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।
BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর