ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : দশমীর ছুটি কাটাতে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিল কয়েকটি পরিবার। তারা একটি নামজাদা সংস্থার হোটেলে ঘর ভাড়া নিয়েছিল। কিন্তু হোটেলে অবস্থানের সময় ঘটে যায় একটি আতঙ্কজনক ঘটনা, যা তাদের উদ্বিগ্ন করে তোলে।
মঙ্গলের বাসযোগ্যতার রহস্য এক নতুন তথ্যের মাধ্যমে উন্মোচন!
কি হয়েছে দেখুন জানলে আঁতকে উঠবেন
হোটেলের এক পর্যটক হঠাৎ করে শুনতে পায় ঘরের দরজায় কিছু একটা ঘষার আওয়াজ। তিনি দ্রুত বুঝতে পারেন, হোটেলের এক কর্মী ‘মাস্টার কি’ ব্যবহার করে তাদের ঘরে ঢোকার চেষ্টা করছেন। তবে, ভিতরে অতিথিদের উপস্থিতি বুঝতে পেরে ওই কর্মী সেখান থেকে চলে যায়।এই ঘটনার পর ওই পর্যটক কিছুটা অবাক হলেও চেঁচামেচি করেননি। কিন্তু এরপর অন্যান্য পর্যটকরা জানায়, বাইরে যাওয়ার আগে তাদের ঘরে যে টাকা পয়সা রেখেছিল, সেগুলো আর নেই। এমনকি, একজন পর্যটক দেখতে পায়, তার ব্যক্তিগত গাড়ির চাবি এবং গাড়িও হোটেল চত্বর থেকে নিখোঁজ।শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোরের মধ্যে এই সব ঘটনার ঘটে। পরের দিন ভোরে হোটেলের সেই কর্মীকে দেখতে পান, যিনি ‘মাস্টার কি’ ব্যবহার করে ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। ওই কর্মী তার গাড়িটি চালিয়ে ফেরত নিয়ে আসে।এরপর, ক্ষুব্ধ পর্যটকরা হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। প্রাথমিকভাবে জানা যায়, অভিযুক্ত কর্মীই ‘মাস্টার কি’ ব্যবহার করে অতিথিদের ঘর থেকে টাকা এবং গাড়ির চাবি চুরি করেছে। তারপর গাড়ি নিয়ে হুল্লোড়ে বেরিয়ে যায়।
কুমড়ো বিক্রি করে লটারিতে কোটিপতি হলেন এক যুবক
এই ঘটনার পরই হোটেল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত কর্মীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে। হোটেল কর্তৃপক্ষ ভুক্তভোগী পর্যটকদের কাছে ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের আরও সতর্ক থাকতে হবে।