মমতার ফুরফুরা সফর এক ঢিলে দুই পাখি মারার কৌশল! ভোটের আগে কি করতে চলেছেন?

ব্যুরো নিউজ,২৫ মার্চ : ফুরফুরা, যা একসময় ছিল একপ্রকার তীর্থভূমি, এখন আবার আলোচনায় উঠে এসেছে। গত ন’বছরে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সফর করেছেন। এ সফরের মধ্য দিয়ে তাঁর সম্পর্কের নতুন দিক সামনে এসেছে, বিশেষত সংখ্যালঘু সমাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি।রাজনৈতিক নেতা-নেত্রীরা যখন ভোটের প্রস্তুতি নেন, তখন ফুরফুরা শরিফের কথা তাঁদের মনে পড়ে।

তৃণমূল নেত্রী সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন?

পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের

ফুরফুরা সফরের সময়, মমতার সঙ্গে মঞ্চে ছিলেন এমন কিছু রাজনৈতিক মুখ, যাঁরা একসময় তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম কাশেম সিদ্দিকি, যিনি পরবর্তীতে পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত ইফতারেও মমতার পাশে ছিলেন। এই সফরের পর প্রশ্ন উঠছে, বিশেষত আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে, ফুরফুরার এই সফরের মাধ্যমে কি তৃণমূল নেত্রী সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন?

২৫ মার্চ দিল্লি বিধানসভায় বাজেট পেশ, কী কী নতুন সিদ্ধান্ত আসতে পারে?

সিপিএম নেতা সুজন চক্রবর্তী মমতার ফুরফুরা সফর নিয়ে মন্তব্য করে বলেন, ‘‘সংখ্যালঘু মানুষও এখন বুঝতে পারছেন, তাঁরা ধাপ্পার শিকার হচ্ছেন। আর মুখ্যমন্ত্রীও সেটা বুঝতে পেরেছেন, তাই ন’বছর পরে তিনি আবার ফুরফুরা সফরে গিয়েছেন।’’ অন্যদিকে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মমতাদিকে সংখ্যালঘু মানুষের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। তিনি তাঁদের নেত্রী, এবং তাঁকে কোনো অঙ্ক কষে ইফতারে যেতে হয় না।’’

IPL 2025 : লখনউ ও দিল্লির মহারণ, একাদশে নতুন চমক!

বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেছেন, ‘‘মমতার ফুরফুরা সফর এক ঢিলে দুই পাখি মারার কৌশল। একদিকে, তিনি দেখছেন যে কিছু তৃণমূল নেতা যেমন ববি হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী, হুমায়ুন কবীররা নিজেদের সংখ্যালঘু নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন। অন্যদিকে, মমতা তাঁর নিজের সংখ্যালঘু ব্যাঙ্ককে শক্তিশালী করতে এই সফরটি করেছেন।’’

এভাবে, ফুরফুরা সফর শুধুমাত্র এক অনুষ্ঠান বা পরব নয়, বরং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তা দেখা হচ্ছে। বিশেষ করে, সংখ্যালঘু ভোটের দিকে নজর রেখে এই সফর নতুন মাত্রা পেয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর