গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশ

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:আসন্ন গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় ফেরার আগে তিনি নৌ-পাহারায় গুরুত্ব দেওয়ার জন্য রাজ্য এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, “নৌ-বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে বলেছি যাতে জলপথে কোনও সমস্যা না হয়। জল, স্থল, আকাশ— সব দিকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি জানান, নৌ-বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।

সুন্দরবনে ফিরল ‘অনুপ্রবেশকারী’ বাঘ, হাঁফ ছেড়ে বাঁচল কুলতলির গ্রামবাসীরা

উপকূলরক্ষী বাহিনী

প্রশাসন সূত্রে খবর, এবার গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় ১৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া, ২ হাজার সিসি ক্যামেরা এবং নজরদারি ব্যবস্থা থাকবে।এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার গতি নিয়ন্ত্রণ করা হবে এবং ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি ছাড়ানোর অনুমতি থাকবে না। গঙ্গাসাগর মেলার নিরাপত্তার জন্য জেলা পুলিশ এবং বিভিন্ন বাহিনী একযোগে কাজ করবে। সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং সকল বাহিনী একত্রে নজরদারি চালাবে।

মর্মান্তিক ঘটনাঃ ঘন কুয়াশায় ট্রেন লেট হওয়ার কারণে প্রাণ হারাল তিন বছরের শিশু

এ দিন মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন সেতু এবং ফেরি পরিষেবা। তিনি জানান, ২১৪ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া, গঙ্গাসাগরের প্রস্তুতি সম্পর্কিত ইংরেজিতে তিনটি বই প্রকাশ করেছেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর