ব্যুরো নিউজ,২৯ অক্টোবর:নিজের নির্বাচনী কেন্দ্রে কালীপুজোর উদ্বোধনে গিয়ে ভোটের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, ‘লোকসভা নির্বাচনে যে বুথে ৯০০ ভোট, সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ১ টি ভোট পেয়েছে! এটা কেন হবে?’ তিনি আরও জানান, কিছু মানুষের মধ্যে বাঙালি ও অবাঙালির বিভাজন থাকায় তার খারাপ লাগে।
সন্দীপ ঘোষের জামিনের শুনানিঃ হাই কোর্টে আগামী ৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য
প্রশাসন ভালো কাজ করেছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মধ্য এবং দক্ষিণ কলকাতায় একাধিক কালীপুজোর উদ্বোধন করেন। ভবানীপুরের শেক্সপিয়র সরণির একটি পুজোর মণ্ডপে তিনি বলেন, ‘পুরসভা ও বিধানসভা ভোটে আপনাদের সমর্থন পেয়েছি, কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফল নিয়ে চিন্তিত। বুথে যদি ৯০০ ভোট থাকে, তবে আমরা মাত্র একটি কেন পাব?’ তিনি বলেন, ‘বাংলায় সবাইকে একসঙ্গে থাকতে হবে, এখানে জাত ও ধর্ম নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই।’ কালীপুজো এবং দীপাবলির সময় বাজি পোড়ানো ও আলোকসজ্জায় দুর্ঘটনা এবং দূষণের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, ‘বাজি পোড়ালে সেটি অন্যের গায়ে গিয়ে পড়তে পারে, যা বিপদের কারণ হতে পারে।’ শব্দদূষণ এবং বায়ুদূষণ বন্ধের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
শ্যামবাজারে আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও
মমতা সামাজিক বিভেদের বিরুদ্ধে একত্রে থাকার কথা বলেন। তার বক্তব্য, ‘সাম্প্রদায়িক বিবাদ বা অশান্তি নয়, সকলকে নিয়ে একসঙ্গে থাকতে হবে।’ তিনি রাজ্যকে বদনাম করার অভিযোগও তুলেছেন, জানিয়ে দিয়েছেন, ‘কিছু লোক সারাক্ষণ বদনাম করে। আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না।’ দক্ষিণ কলকাতার একটি পুজো উদ্বোধন করে ‘জয় বাংলা’ স্লোগানও তুলে ধরেন তিনি। সম্প্রতি দুর্গোৎসবের সময় প্রশাসনের ভালো কাজের প্রশংসা করে মমতা বলেন, ‘বন্যা থেকে খেলা, পুজো থেকে সিনেমা—সব ক্ষেত্রেই প্রশাসন ভালো কাজ করেছে।’