bomb rescue

ব্যুরো নিউজ, ৭ মে: আজ রাজ্যে তৃতীয় দফা নির্বাচন। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে চলছে ভোট। এরই মধ্যে মালদহ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে অশান্তির খবর সামনে এসেছে। কোথাও বুথে বুথে ‘ভুয়ো’ এজেন্টদের ভিড়! আবার কোথাও তৃণমূল- বিজেপি হাতাহাতি। আবার কোথাও রাজ্য পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিজেপি। এরই মধ্যে মালদহের রতুয়ায় বুথের অদূরেই বোমাবাজির অভিযোগ ৷

BJP-কে রুখতে TMC-কে সমর্থন কংগ্রেসের! প্রকাশ্যে হোয়াটস্যাপ চ্যাট!

রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাটনায় বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷

অন্তর্বর্তী জামিন পেলেও সরকারি ফাইলে সই করতে পারবেন না কেজরীওয়াল : সুপ্রিম কোর্ট

সকাল থেকেই একের পর এক জায়গায় নানা অভিযোগ, অশান্তির খবর শিরোনামে উঠে এসেছে। বুথে বুথে ‘ভুয়ো’ এজেন্ট, বোমাবাজি, তৃণমূল- বিজেপি অশান্তি। এরই মধ্যে উত্তর মালদহের রতুয়ায় ভোটারদের ভয় দেখাতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ স্থানিয়দের। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবে বোমাবাজি করেছে। সন্ত্রাসের আবহ তৈরি করেছে। আর আজ লোকসভা নির্বাচনেও বাইকে করে এসে কৌটাবোমা ফেলে যাচ্ছে এলাকায়। তাদের এও অভিযোগ, এখানে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের ভোট ভালো হচ্ছে তাই এসব চক্রান্ত করছে তৃণমূল।

তবে রতুয়া তৃণমূলের ব্লক সভাপতি অজয়কুমার সিনহা এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, এসব বিরোধীদের চক্রান্ত ৷ বিরোধীরাই বোমা ছুঁড়ে তাদের বদনাম করার চেষ্টা করছে ৷ কিন্তু এতে কোনও লাভ নেই ৷ এমনকি সেখানে তৃণমূল জিতবে বলেই আশাবাদী তিনি। তিনি বলে, ভোটের ফল ঘোষণার আগেই এই কেন্দ্রে ঘাসফুলের পতাকা উড়িয়ে দেওয়া যায় ৷

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর