ব্যুরো নিউজ,২২ নভেম্বর:কলকাতা মেট্রো রেল চলাচলে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী সপ্তাহ থেকে কবি সুভাষ–দক্ষিণেশ্বর রুটের বেশিরভাগ মেট্রো যাত্রা দমদম স্টেশনের বদলে নোয়াপাড়া স্টেশনে শেষ হবে। এর ফলে যাত্রীদের জন্য ভিড় ঠেকানোর পাশাপাশি মেট্রো রেলের সময়সূচিরও বড় উন্নতি হবে। মেট্রো রেলের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে এই রুটে সারাদিনে ২৯০টি ট্রেন চলাচল করে, যার মধ্যে দমদমে শেষ হয় ১৫৮টি, আর বাকি ১৩২টি দক্ষিণেশ্বর পর্যন্ত চলে। তবে এই যাত্রা শেষে দমদম স্টেশনে ভিড় ঠেলতে গিয়ে যাত্রীদের অসুবিধা হচ্ছিল।
কানাডা সরকার জানালেন মোদী, জয়শংকর ও ডোভাল নিজ্জরের হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতেন না
আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া স্টেশনে মেট্রো চলাচল শুরু হবে
এই সমস্যার সমাধানে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি পদক্ষেপ নিয়েছে। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এক নির্দেশ দিয়ে জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ১৫৮টি মেট্রো নোয়াপাড়া স্টেশনে শেষ হবে। এর ফলে যাত্রীরা আর দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়বেন না। দক্ষিণেশ্বর স্টেশন থেকে আসা মেট্রোতে যাত্রীদের উঠতে সমস্যা হচ্ছিল, তা এড়াতে এবার মেট্রো সরাসরি নোয়াপাড়ায় পৌঁছাবে।
ভবানীপুরে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
এই পরিবর্তন যাত্রীদের সুবিধা ও মেট্রো রেলের কর্মক্ষমতা বাড়ানোর জন্য করা হচ্ছে। নোয়াপাড়া স্টেশনে বর্তমানে কিছু উন্নয়নমূলক কাজ চলছে, যার মধ্যে রয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পথ চালু করার পরিকল্পনা। সম্প্রতি রেলওয়ে সেফটি কমিশনার এই রুট পরিদর্শন করেছেন, এবং মেট্রোর ট্রায়াল রানও শুরু হয়ে গেছে। পরবর্তী কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষা চলবে, যাতে কোনোরকম ত্রুটি না থাকে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া স্টেশনে মেট্রো চলাচল শুরু হবে।