maheshtala blust

ব্যুরো নিউজ, ১৫ জুন: সাত সকালে মহেশতলায় বিস্ফোরণ। বিকট শব্দে কেপে ওঠে এলাকা। পর পর দু’বার সেই বিস্ফোরণের শব্দে বেড়িয়ে আসতেই নজরে আসে ভয়াবহ দৃশ্য।

আজও কমলা সতর্কতা! আটকে থাকা পর্যটকদের এয়ারলিফটের ব্যবস্থা! বায়ু সেনার কাছে সাহায্য প্রার্থনা

জানা যায়, সকাল ৭টা নাগাদ বিস্ফোরণের জোরালো শব্দে কেপে ওঠে এলাকা। স্থানীয়রা জানান, একবার নয়, পর পর দু’বার সেই বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। এরপর বেড়িয়ে আসতেই দেখেন এলাকার একটি বাড়িতে আগুন জ্বলছে।একপ্রকার বিধ্বংসী রুপ নিয়েছে সেই আগুন।  এমনকি ওই বাড়ির বারান্দার একটি অংশও ভেঙে পড়েছে। জানা যায়, তীব্র বিস্ফোরণে পাঁচজন জখম হয়েছে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দিনহাটা! অন্তঃসত্ত্বার পেটে লাথি!

BJP Helpline

এদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নেভাতে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারাই। দ্রুত ছুটে এসে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেই বাড়িটিতে ঘটনাটি ঘটেছে সেই বাড়িতে দু’টি সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার বাস্ট করেই ঘটে এই দুর্ঘটনা। তবে স্থানিয়দের প্রচেস্থায় খুব বড় বিপদ থেকে রেহাই মিলেছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর