Sikkim flood update

ব্যুরো নিউজ, ১৫ জুন:  ভয়াবহ অবস্থা সিকিমে। বৃহস্পতিবার তিস্তার ওপরে সাংকালাং স্ট্রান্ডস ব্রিজ ভেঙে পড়েছে। ঘটনায় আটকে রয়েছে দেড় হাজার পর্যটক। এরই মধ্যে বৃষ্টি বাড়ার পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। সেই মত বৃহস্পতিবার রাত থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধূপগুড়ি-সহ গোটা ডুয়ার্সে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দিনহাটা! অন্তঃসত্ত্বার পেটে লাথি!

গত কয়েকদিন প্রবল বর্ষণ আর ধসে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। ধসের জেরে ভেঙে পড়েছে রাস্তা, সেতু। ফলে পথে গাড়িতেই আটকে বহু পর্যটক। এদিকে লাগাতার বৃষ্টি বেড়েই চলেছে। ফলে জলও বাড়ছে। ক্রমশ কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় বায়ুসেনার সাহায্য চাইল সিকিম সরকার।

BJP Helpline

উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের এয়ারলিফট করে নিয়ে উদ্ধার করার কথা ভাবছে সিকিমের সরকার, সেই জন্যই ভারতীয় বায়ু সেনার সাহায্য চেয়েছে সিকিম সরকার। এদিকে আটকে থাকা পর্যটকদের যে যেখানে আসে সেখানেই থাকার নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন। জায়গাগুলিতে পর্যাপ্ত খাওয়ার রয়েছে বলেই জানানো হয়েছে। লাচুন, লাচেনে প্রায় ১৫০০ পর্যটকও আটকে আছেন বলে জানা যাচ্ছে। তাঁদের উদ্দার করতেই এয়ারলিফটের পরিকল্পনা সিকিম সরকারের।

তবে এই অবস্থাতে আজও ফের কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে। দুর্ভোগ যেনও কিছুতেই পিছু ছাড়ছেনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর